আমেদাবাদ, 17 নভেম্বর:ভারত-অস্ট্রেলিয়ার রবিবাসরীয় এনকাউন্টারের জন্য এখন তৈরি অনুরাগীরা ৷ ঘরের মাঠে বিশ্বকাপ ৷ তাও আবার ফাইনালে মুখোমুখি রোহিত শর্মা-প্যাট কামিন্স ৷ কারা হাসবে শেষ হাসি? 2003 সালে অজেয় থেকে সফর শেষ করেছিল অস্ট্রেলিয়া ৷ ভারতও কি পারবে জয়যাত্রা ধরে রাখতে? উত্তর মিলবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ রবিবার এই ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হতে মাঠে হাজির হবেন প্রধানমন্ত্রী মোদিও ৷ তাঁর নামাঙ্কিত স্টেডিয়ামে যখন ক্রিকেট বিশ্বযুদ্ধের চূড়ান্ত পর্বে নামবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা গ্যালারি থেকে তাঁদের উৎসাহ যোগাবেন প্রধানমন্ত্রী ৷
অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রীকে নিয়ে রোহিত-কামিন্সদের মহারণে হাজির থাকবেন মোদি - প্রধানমন্ত্রী নরেেন্দ্র মোদি
Narendra Modi to witness World Cup final: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার মাঠে নামতে চলেছে ভারতীয় দল ৷ বিশ্বকাপের ফাইনাল দেখতে আমেদাবাদে হাজির হবেন প্রধানমন্ত্রী নরেেন্দ্র মোদিও ৷ থাকবেন অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস ৷
Etv Bharat
Published : Nov 17, 2023, 7:58 PM IST
|Updated : Nov 17, 2023, 11:05 PM IST
ইতিমধ্যেই কলকাতায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ৷ তারাও যে সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় তা বলাই বাহুল্য ৷ 2003 সালে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেই ফাইনালের বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল ভারতের ৷ বিশেষজ্ঞদের মতে, আমেদাবাদে স্পিন সহায়ক উইকেট হলেও রোহিতরা ম্যাচে তেমন বদল করবেন না ৷
আরও পড়ুন:
Last Updated : Nov 17, 2023, 11:05 PM IST