দুবাই, 31 জানুয়ারি : বিরাট কোহলির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত তাঁকে ভীষণ অবাক করেছে ৷ তবে প্রাক্তন ভারত অধিনায়কের এই সিদ্ধান্ত তাঁর ব্যাটিং রেকর্ডে সহায়ক হবে ৷ এমনটাই মত অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের ৷ একইসঙ্গে কোহলির অধিনায়কত্বের দরাজ প্রশংসাও করেছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক (Ricky Ponting hailed captaincy skills of Virat Kohli) ৷
আইসিসি'কে দেওয়া একটি সাক্ষাৎকারে পন্টিং বলেছেন, "কোহলির নেতৃত্ব ছাড়ার ঘটনা অবাক করেছে আমায় ৷ 2021 আইপিএল স্থগিত হওয়ার আগে ওর সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয় ৷ সাদা-বলের ক্রিকেটে নেতৃত্ব ছাড়ার কথা তখন ভাবলেও টেস্ট ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে ভীষণ অনুরাগী ছিল বিরাট ৷ স্বাভাবিকভাবেই টেস্ট নেতৃত্ব থেকে ওর সরে দাঁড়ানো অবাক করেছে আমায় ৷"
কোহলির ব্যাটিং রেকর্ড প্রসঙ্গে পন্টিং বলেন, "বিরাট এখন 33 ৷ এখনও কয়েক বছর দাপটের সঙ্গে ক্রিকেটটা খেলতে চাইছে ও ৷ আমি নিশ্চিত অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব ঝেড়ে ফেলায় নতুন নতুন ব্যাটিং রেকর্ড গড়া ওর পক্ষে অনেক সহজ হবে (Ponting thinks it may be easier for Kohli to break batting records without captaincy) ৷"
আরও পড়ুন : Shastri To Kohli : দু-তিন মাসের বিরতি নিয়ে রাজার মতো ফিরে এসো, কোহলিকে 'বিরাট' পরামর্শ শাস্ত্রীর
বিদেশের মাটিতে বিরাটের নেতৃত্বেরও দরাজ সার্টিফিকেট দু'বারের বিশ্বজয়ী অধিনায়কের গলায় ৷ অজি কিংবদন্তি জানান, বিরাটের আগে টেস্টে ভারতের সাফল্য মূলত ছিল ঘরের মাঠে ৷ বিরাট আসার পরেই চিত্রটা বদলে যায় এবং বিদেশের মাটিতে ভারতীয় দল টেস্ট জেতা অভ্যেসে পরিণত করে ৷ তবে রোহিত শর্মাকে কোহলির যোগ্য উত্তরসূরীই মনে করছেন পন্টিং ৷