বার্মিংহ্যাম, 9 জুলাই:দু'দলের লড়াই ছাপিয়ে গ্যালারিতে দু'পক্ষের বাদানুবাদে উত্তপ্ত হয়েছিল এজবাস্টন টেস্ট । বেন স্টোকসদের বিরুদ্ধে বুমরাহদের পঞ্চম টেস্ট চলাকালীন এজবাস্টনের গ্যালারিতে বার্মি আর্মির বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগে সরব হয়েছিলেন ভারতীয় সমর্থকেরা । পুলিশে দায়ের হয়েছিল অভিযোগও । সেই অভিযোগেরই পরিপ্রেক্ষিতে বার্মিংহ্যাম পুলিশ গ্রেফতার করল এক ইংরেজ সমর্থককে । অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই খবর শেয়ার করে নেওয়া হয়েছে বার্মিংহ্য়াম পুলিশের পক্ষ থেকে । তদন্ত প্রক্রিয়া চলাকালীন এজবাস্টন স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে সাফল্য পেল বার্মিংহ্য়াম পুলিশ (Birmingham police arrest a fan after racism allegations at Edgbaston test)।
প্রসঙ্গত, পঞ্চম টেস্টের চতুর্থদিন ইংরেজ সমর্থকদর বিরুদ্ধে বর্ণবাদমূলক মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছিল ভারতীয় সমর্থকেরা । শুক্রবার এক অভিযুক্তকে গ্রেফতারির কথা জানিয়ে টুইটারে বার্মিংহ্যাম পুলিশ লিখেছে, "গত সোমবার এজবাস্টনের গ্যালারিতে বর্ণবাদমূলক মন্তব্য এবং অশালীন আচরণের রিপোর্ট পাওয়ার পর জনশৃঙ্খলাভঙ্গের দায়ে বার্মিংহ্য়াম পুলিশ 32 বছর বয়সি একজনকে গ্রেফতার করেছে । জিজ্ঞাসাবাদের জন্য তাকে আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে ।"