পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ind-Aus Cricket Diplomacy: ভারত ও অস্ট্রেলিয়ার বন্ধুত্বের 75 বছর উদযাপনে মোদি ও অ্যান্টনির ক্রিকেট কূটনীতি - অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিস

বৃহস্পতিবার আমেদাবাদে শুরু হল ভারত ও অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ (India-Australia 4th Test) ৷ সেই ম্যাচের আগে স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিস ৷

Ind-Aus Cricket Diplomacy
Ind-Aus Cricket Diplomacy

By

Published : Mar 9, 2023, 2:49 PM IST

আমেদাবাদ (গুজরাত), 9 মার্চ: জাঁকজমকপূর্ণ ভাবে শুরু হল ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলা টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ ৷ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেই আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ প্রায় 40 হাজার দর্শকের সামনে হওয়া ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিস (Australian PM Anthony Albanese) ৷ ভারত ও অস্ট্রেলিয়ার ‘বন্ধুত্বের’ 75 বছরের উদযাপনও হয় এদিন (75 Year of India-Australia Friendship) ৷

নাগপুর ও দিল্লিতে প্রথম দু’টি ম্যাচে জিতে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) নিজেদের কাছে রেখে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ফেলেছে রোহিত শর্মার (Rohit Sharma) দল ৷ কিন্তু এখনও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final) টিকিট কনফার্ম হয়নি ভারতীয় ক্রিকেট দলের ৷ তাই বিরাট-রোহিতদের কাছে এটা ডু-অর-ডাই ম্যাচ ৷ কিন্তু প্রথম দিন সেই উত্তেজনাকে ছাপিয়ে গেল মোদি-অ্যান্টনির উপস্থিতিতে হওয়া অনুষ্ঠান ৷

এদিনের অনুষ্ঠানে দুই দেশের প্রধানমন্ত্রী নিজেদের দেশের অধিনায়কদের হাতে বিশেষ টুপি তুলে দেন ৷ আবার দুই দেশের প্রধানমন্ত্রীর হাতে বিসিসিআই-এর তরফে তুলে দেওয়া হয় একটি করে বিশেষ স্মারক ৷ অ্যান্টনিকে তাঁরই ছবিওয়ালা স্মারক দেওয়া হয় ৷ মোদিকেও তেমনই একটি স্মারক উপহার দেয় বিসিসিআই ৷ অ্যান্টনির হাতে উপহার তুলে দেন বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি ৷ আর মোদির হাতে স্মারক তুলে দেন বোর্ড সচিব জয় শাহ ৷

এদিন মোদি ও অ্যান্টনি সুসজ্জিত গাড়িতে মাঠে ঘোরেন ৷ কিন্তু এই অনুষ্ঠানের জন্য নিরাপত্তার এতটাই কড়া ব্যবস্থা ছিল যে ততক্ষণে গ্যালারিতে অধিকাংশ দর্শকই পৌঁছাতে পারেননি ৷ পরে স্টেডিয়ামে একটি হল অফ ফেম-এর উদ্বোধনও করেন দুই প্রধানমন্ত্রী ৷ ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন ৷ জাতীয় সঙ্গীতের সময়ও খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে তাঁদের সঙ্গে গলা মেলান মোদি ও অ্যান্টনি ৷

আরও পড়ুন:মোতেরা মাতাচ্ছে স্মিথ-খোয়াজা জুটি, 'মাস্ট উইন' ম্যাচে ফেরার চেষ্টা চালাচ্ছে টিম ইন্ডিয়া

ABOUT THE AUTHOR

...view details