পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Nari Contractor Head Surgery: গ্রিফিথের বাউন্সারে ভেঙেছিল খুলি, ছ'দশক পর পাত সরল কন্ট্রাকটরের মাথা থেকে

ওই আঘাতে দেশের হয়ে 31টি টেস্ট খেলা ব্যাটারের ক্রিকেটজীবনই শুধু থমকেই যায়নি, প্রাণে বাঁচাতে খুলিতে বসাতে হয়েছিল ধাতব পাত (Plate put in Nari Contractor head after Griffith bouncer) ৷ যদিও অভিশপ্ত ক্যারিবিয়ান সফরের পর তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে ইতি হলেও পরে ঘরোয়া ক্রিকেটে ফিরে এসেছিলেন তিনি ৷

Nari Contractor
ছ'দশক পর পাত সরল কন্ট্রাকটরের মাথা থেকে

By

Published : Apr 7, 2022, 8:25 PM IST

মুম্বই, 7 এপ্রিল : ক্য়ারিবিয়ান সফরে গিয়ে চার্লি গ্রিফিথের বাউন্সারে খুলি ভেঙেছিল নরি কন্ট্রাকটরের ৷ ওই আঘাতে দেশের হয়ে 31টি টেস্ট খেলা ব্যাটারের ক্রিকেটজীবনই শুধু থমকেই যায়নি, প্রাণে বাঁচাতে খুলিতে বসাতে হয়েছিল ধাতব পাত (Plate put in Nari Contractor head removed after 60 years) ৷ দীর্ঘ 6 দশক পর সেই পাত সরল কন্ট্রাকটরের মাথা থেকে ৷

নরি কন্ট্রাকটরের ছেলে হোশেদার বলেন, “অপারেশন সফল হয়েছে ৷ বাবা তাড়াতাড়িই সুস্থ হয়ে উঠবেন । চিকিৎসকের পরামর্শের পর আমরা ওনাকে বাড়িতে নিয়ে যাব । বাবার মাথায় বসানো ওই পাতের ওপর থেকে ত্বকের আবরণ সরে যাচ্ছিল ৷ ফলে ডাক্তাররা তা সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছিলেন ৷”

শুধু ওই ম্যাচই নয়, এর আগেও ভয়াবহ চোটের কবলে পরেছিলেন কন্ট্রাকটর ৷ 1959 সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ব্রায়ান স্ট্যাথামের বোলিংয়ে তাঁর পাঁজর ভেঙে যায় ৷ ওই ম্যাচে ভাঙা পাঁজর নিয়েই খেলেছিলেন তিনি ৷ 88 বছর বয়সি কন্ট্রাকটর 31টি টেস্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ৷ অভিশপ্ত ক্যারিবিয়ান সফরের পর আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেও পরে ঘরোয়া ক্রিকেটে ফিরে এসেছিলেন তিনি ৷ খেলেছেন মোট 138টি প্রথম-শ্রেণির ম্যাচ ।

গ্রিফিথের বাউন্সারে আহত নরি কন্ট্রাকটর

আরও পড়ুন : 'ক্রিকেটের মহান দূত', বিদায়বেলায় টেলরকে দরাজ সার্টিফিকেট মাস্টার-ব্লাস্টারের

মাথায় ওই চোটের পর তড়িঘড়ি অস্ত্রোপচার করা হয় কন্ট্রাকটরের ৷ সতীর্থের জীবন বাঁচাতে সেদিন রক্ত​​দান করেছিলেন কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক ফ্রাঙ্ক ওরেল, চাঁদু বোর্দে, বাপু নাদকার্নি, পলি উমরিগর এবং সাংবাদিক কেএন প্রভু । টানা ছ'দিন অচৈতন্য থাকার পর জ্ঞান ফেরে কন্ট্রাকটরের ৷ তারপরেই হাসপাতালে তাঁকে দেখতে যাওয়া গ্রিফিথের স্ত্রী'কে কন্ট্রাকটর বলেন, ‘‘গ্রিফিথকে দোষ দেওয়া ঠিক নয় ৷ আমিই সেদিন অন্যমনস্ক ছিলাম ৷’’

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details