পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 10:33 PM IST

ETV Bharat / sports

ICC World Cup 2023: সাংবাদিক-অনুরাগীদের ভিসা নিয়ে ঢিলেমি, ভারতের বিরুদ্ধে অভিযোগে আইসিসি'র দ্বারস্থ পাকিস্তান

পাকিস্তানি সাংবাদিকদের ভিসা নিয়ে ঢিলেমি, পাক ফ্যানেদের ভিসা না দেওয়া, দর্শকের একাংশের খেলোয়াড়দের প্রতি অনুচিত আচরণ এমনই একাধিক অভিযোগ নিয়ে এবার আইসিসি-র দ্বারস্থ হল পিসিবি ৷

PCB lodges protest with ICC
ভারতের বিরুদ্ধে অভিযোগে আইসিসির দ্বারস্থ পাকিস্তান

হায়দরাবাদ, 17 অক্টোবর:পাক অনুরাগীদের ভিসা না-দেওয়া,পাকিস্তানি সাংবাদিকদের ভিসা নিয়ে ঢিলেমির অভিযোগে এবার আইসিসি-র কাছে অভিযোগ জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ মঙ্গলবার এই বিষয়ে একটি বিস্তারিত অভিযোগ পত্র পাঠানো হল আইসিসির কাছে ৷ আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচেও কেবল মাত্র 1-2 জন পাক সাংবাদিকই উপস্থিত থাকার সুযোগ পেয়েছিলেন ৷ স্টেডিয়ামে 1,32,000 দর্শকের মাঝে পাক সমর্থক চোখেই পড়েনি ৷ কারণ একটাই ৷ ভারতের নন-ভিসা নীতি ৷ নন-ভিসা নীতির জেরে কোনও পাক অনুরাগীই এই ম্যাচ দেখার সুযোগ পাননি ৷ আর এই ঘটনারই প্রতিবাদ জানিয়েছে পিসিবি ৷

পিসিবি তরফে এদিন সোশাল মিডিয়াতেও জানানো হয়েছে এই কথা ৷ এক্সে একটি বিবৃতিতে তারা লেখে, "পাকিস্তানি সাংবাদিকদের ভিসা নিয়ে ঢিলেমি এবং পাক ফ্যানদের জন্য় নন-ভিসার বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে একটি অভিযোগ জমা করেছে ৷" শুধু তাই নয় আমেদাবাদে খেলা চলাকালীন যেভাবে পাক দলের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে তা নিয়েও এদিন অভিযোগ দায়ের করেছে পিসিবি ৷

বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে, দর্শকের একাংশ পাকিস্তানি খেলোয়াড়দের উদ্দেশ্য়ে কটাক্ষ করেছে ৷ ভারতের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তাঁদের উদ্দেশ্যে নানা অখেলোয়াড়োচিত অঙ্গভঙ্গি করা হয়েছে বলেও অভিযোগ ৷ বিবৃতিতে আরও লেখা হয়েছে, "14 অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন পাকিস্তানি খেলোয়াড়দের উদ্দেশ্য়ে এমন আচরণ করা হয়েছে যা একেবারেই অনুচিত ৷ সেই বিষয়টি নিয়েও অভিযোগ দায়ের করা হয়েছে ৷"

আরও পড়ুন:'মিশন বাংলাদেশ'! শাকিবদের বিরুদ্ধে ভারতীয় দলে নজর থাকবে যাঁদের দিকে

প্রসঙ্গত, ভারত-পাকিস্তান ম্যাচে উপস্থিত ছিলে পিসিবি প্রধান জাকা আশরাফও ৷ পাক দল তাদের চলতি বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল হায়দরাবাদে ৷ এরপর তারা পৌঁছয় আমেদাবাদে ৷ আর বর্তমানে বেঙ্গালুরুতে রয়েছে তারা ৷ এই পর্যন্ত চলতি বিশ্বকাপে দু'টি ম্যাচ জিতেছে বাবর আজমের দল ৷ তৃতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে হেরে যায় তারা ৷

ABOUT THE AUTHOR

...view details