দুবাই, 12 সেপ্টেম্বর: সুপার ফোরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে হাওয়ায় উড়তে থাকা পাকিস্তানের শেষরক্ষা হল না ৷ ফাইনালে শ্রীলঙ্কার কাছে নাস্তানাবুদ হয়ে তৃতীয়বারের জন্য এশিয়া কাপ (Asia Cup 2022) ট্রফি জয়ের হ্যান্ডশেকিং দূরত্ব থেকেই ফিরতে হল পাকিস্তানকে ৷ স্বভাবতই দ্বীপরাষ্ট্রের কাছে বাবর আজম অ্যান্ড কোম্পানির হারে মুষড়ে পড়েছেন সে দেশের ক্রিকেট অনুরাগীরা ৷ বাদ যাননি খোদ পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা (PCB Chairman Ramiz Raja) ৷ ফাইনালে পাকিস্তানের পরাজয়ে এতোটাই বিমর্ষ তিনি যে, ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে এক ভারতীয় সাংবাদিকের সঙ্গে লেগে গেল তাঁর (Ramiz Raja Snaps At Indian Journalist After Asia Cup Final Loss) ৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের বাইরে রামিজ রাজার সেই ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷
রবিবাসরীয় মেগা ফাইনাল দেখে স্টেডিয়ামের বাইরে বেরোচ্ছিলেন রামিজ রাজা ৷ সে সময় বেশ কিছু সাংবাদিক পিসিবি চেয়ারম্যানের প্রতিক্রিয়া নেওয়ার জন্য তাঁকে ঘিরে ধরেন ৷ যাদের মধ্যে ছিলেন এক ভারতীয় সাংবাদিকও ৷ সংশ্লিষ্ট সাংবাদিক পিসিবি চেয়ারম্যান তথা প্রাক্তন পাক ক্রিকেটারকে জিজ্ঞেস করেন, "পাক অনুরাগীরা নিশ্চয় খুব হতাশ ৷ আপনি তাদেরকে কি বার্তা দিতে চান ?"