পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

PCB Chief Ramiz Raja: বাবরদের পরাজয়ে মেজাজ হারালেন রামিজ, ভারতীয় সাংবাদিককে তুলোধনা পিসিবি চেয়ারম্যানের

ফাইনালে শ্রীলঙ্কার কাছে নাস্তানাবুদ হয়ে তৃতীয়বারের জন্য এশিয়া কাপ (Asia Cup 2022) ট্রফি থেকে হ্যান্ডশেকিং দূরত্বেই ফিরতে হল পাকিস্তানকে ৷ স্বভাবতই দ্বীপরাষ্ট্রের কাছে বাবর আজম অ্যান্ড কোম্পানির হারে মুষড়ে পড়েছেন সে দেশের ক্রিকেট অনুরাগীরা ৷ বাদ যাননি খোদ পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা (PCB Chairman Ramiz Raja) ৷

Etv Bharat
ভারতীয় সাংবাদিককে তুলোধনা পিসিবি চেয়ারম্যানের

By

Published : Sep 12, 2022, 5:30 PM IST

দুবাই, 12 সেপ্টেম্বর: সুপার ফোরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে হাওয়ায় উড়তে থাকা পাকিস্তানের শেষরক্ষা হল না ৷ ফাইনালে শ্রীলঙ্কার কাছে নাস্তানাবুদ হয়ে তৃতীয়বারের জন্য এশিয়া কাপ (Asia Cup 2022) ট্রফি জয়ের হ্যান্ডশেকিং দূরত্ব থেকেই ফিরতে হল পাকিস্তানকে ৷ স্বভাবতই দ্বীপরাষ্ট্রের কাছে বাবর আজম অ্যান্ড কোম্পানির হারে মুষড়ে পড়েছেন সে দেশের ক্রিকেট অনুরাগীরা ৷ বাদ যাননি খোদ পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা (PCB Chairman Ramiz Raja) ৷ ফাইনালে পাকিস্তানের পরাজয়ে এতোটাই বিমর্ষ তিনি যে, ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে এক ভারতীয় সাংবাদিকের সঙ্গে লেগে গেল তাঁর (Ramiz Raja Snaps At Indian Journalist After Asia Cup Final Loss) ৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের বাইরে রামিজ রাজার সেই ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

রবিবাসরীয় মেগা ফাইনাল দেখে স্টেডিয়ামের বাইরে বেরোচ্ছিলেন রামিজ রাজা ৷ সে সময় বেশ কিছু সাংবাদিক পিসিবি চেয়ারম্যানের প্রতিক্রিয়া নেওয়ার জন্য তাঁকে ঘিরে ধরেন ৷ যাদের মধ্যে ছিলেন এক ভারতীয় সাংবাদিকও ৷ সংশ্লিষ্ট সাংবাদিক পিসিবি চেয়ারম্যান তথা প্রাক্তন পাক ক্রিকেটারকে জিজ্ঞেস করেন, "পাক অনুরাগীরা নিশ্চয় খুব হতাশ ৷ আপনি তাদেরকে কি বার্তা দিতে চান ?"

ভারতীয় সাংবাদিকের এহেন প্রশ্নে আচমকাই চটে যান রামিজ ৷ পালটা পিসিবি চেয়ারম্যান ওই সাংবাদিককে জিজ্ঞেস করেন, "আপনি নিশ্চয় ভারত থেকে এসেছেন ? তাহলে আপনি তো নিশ্চয় খুশি হয়েছেন ৷" এখানেই শেষ নয়, ভাইরাল হওয়া ভিডিয়োতে জনৈক সাংবাদিকের মোবাইলটি কেড়েও নিতে দেখা যায় পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে ৷ যা নিয়ে শোরগোল সোশাল মিডিয়ায় ৷

আরও পড়ুন: দুবাইয়ে সিংহলী রূপকথা,ষষ্ঠবার এশিয়ার সেরা শ্রীলঙ্কা

ওই ভারতীয় সাংবাদিক ঘটনাটির ভিডিয়ো শেয়ার করে প্রশ্ন ছুঁড়ে দেন টুইটারে ৷ তিনি জিজ্ঞেস করেন, "আমি কি কোনও ভুল প্রশ্ন করে ফেলেছিলাম ? সত্যিই কি পাক সমর্থকরা হতাশ নন ? একজন ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে এটা আপনি ঠিক করেননি ৷ আমার ফোন ছিনিয়ে নেওয়াটা মোটেই উচিৎ হয়নি ৷" নেটাগরিকরাও ক্ষুব্ধ রামিজ রাজার এমন ব্যবহারে ৷

ABOUT THE AUTHOR

...view details