পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Bishan Singh Bedi: ক্রিকেট থেকে রাজনীতি-বিনোদন, বেদীর প্রয়াণে শোকপ্রকাশ - শাহরুখ খান বেদীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন

Homeage to Former Indian Cricketer Bishan Singh Bedi: বিষাণ সিং বেদীর প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ কিংবদন্তির প্রয়াণে ক্রিকেটের পাশাপাশি, রাজনৈতিক এবং বিনোদন জগতের তরফেও শোকজ্ঞাপন করা হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 5:36 PM IST

Updated : Oct 23, 2023, 7:12 PM IST

নয়াদিল্লি, 23 অক্টোবর: কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা অধিনায়ক বিষাণ সিং বেদীর প্রয়াণে শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুধু প্রধানমন্ত্রী নন, বিসিসিআই, বোর্ড সচিব জয় শাহ এবং ভারতের প্রাক্তন ও বর্তমান অনেক ক্রিকেটারই কিংবদন্তি এই স্পিনারের প্রয়াণে শোকবার্তা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ বলিউড তারকা শাহরুখ খান বেদীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন ৷

প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় লেখেন, ‘‘বিষাণ সিং বেদী জি'র প্রয়াণের খবরে খুবই শোকাহত হলাম ৷ তাঁর কীর্তি আগামী প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাবে ৷’’ বেদীর পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান মোদি ৷

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কিংবদন্তির প্রয়াণে শোকবার্তায় লেখেন, ‘‘দেশ তার অন্যতম সেরা ক্রীড়া আইকনকে হারাল ৷ বিষাণ সিং বেদী সেই কয়েকজনের মধ্যে ছিলেন যাঁরা স্পিন বোলিংকে একটি শিল্পে পরিণত করেছিলেন ৷ ক্রিকেট ও ক্রিকেটারদের উত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ৷ ক্রিকেট তাঁকে শ্রদ্ধা করে ৷ আমি তাঁর পরিবারের সদস্যদের, ক্রিকেটপ্রেমীদের বিশাল সম্প্রদায় এবং তাঁর ভক্তদের প্রতি সমবেদনা জানাই ৷’’

এ দিন বিসিসিআই-এর এক্স হ্যান্ডেলে শোকবার্তা পোস্ট করা হয় ৷ সেখানে লেখা হয়েছে, ‘‘বিসিসিআই ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়ক এবং কিংবদন্তি স্পিনার বিষাণ সিং বেদীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ৷ এই কঠিন সময়ে আমাদের তরফে তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷

বেদীর প্রয়াণ ভারতীয় ক্রিকেটের বর্তমান আইকন বিরাট কোহলি শোকজ্ঞাপন করেছেন ৷ তিনি লেখেন, ‘‘বিষাণ সিং বেদী জি-র প্রয়াণের খবরে গভীরভাবে শোকাহত ৷ তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷

বিসিসিআই সচিব জয় শাহ শোকজ্ঞাপনে লেখেন, ‘‘শ্রী বিষণ সিং বেদীর মৃত্যুতে শোকাহত ৷ ভারতীয় ক্রিকেট আজ একজন কিংবদন্তিকে হারিয়েছে ৷ বেদী স্যর ক্রিকেটের একটি যুগের পরিচয় ছিলেন এবং তিনি একজন স্পিন বোলার এবং তাঁর দৃঢ় চরিত্রের মাধ্যমে খেলায় একটি অমোঘ ছাপ রেখে গেছেন ৷ এই কঠিন সময়ে তাঁর পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে আমার সমবেদনা রয়েছে ৷’’

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ শোকবার্তায় লেখেন, ‘‘ভারতের অন্যতম সেরা এবং বিশ্বের সকল স্পিনারের অনুপ্রেরণা বিষাণ সিং বেদীর প্রয়াণের খবর শোকাহত ৷ তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই ৷’’

আরও পড়ুন:77 বছর বয়সে প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিষাণ সিং বেদী

প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘কিংবদন্তি বিষাণ সিং বেদী জি'র প্রয়াণের খবর মর্মাহত হলাম ৷ ক্রিকেটের প্রতি তাঁর অসাধারণ অবদান সর্বদা মনে থাকবে ৷ ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিক ৷ পরিবারের সদস্যদের সমবেদনা জানাই ৷’’

ভারতের লেগস্পিনার যুজবেন্দ্র চহাল, কিংবদন্তির প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন ৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘বিষাণ সিং বেদী স্যরের প্রয়াণের খবরে খুবই দুঃখিত ৷ তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল ৷’’

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোকপ্রকাশ করেছেন বেদীর প্রয়াণের খবর ৷ তিনি লেখেন, ‘‘কিংবদন্তি স্পিনার এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিষাণ সিং বেদী জি-র মৃত্যুতে গভীরভাবে শোকাহত ৷ বেদী জি আমাদের স্মৃতিতে বেঁচে থাকবেন ৷ শুধু ক্রিকেট বিশ্বে তাঁর অবদানের মাধ্যমেই নয়, কৌশলী বোলিংয়ের মাস্টার হিসেবেও তিনি পিচে জাদু তৈরি করতে পারতেন ৷ শোকের এই মুহূর্তে তাঁর পরিবারের সদস্যদের এবং অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা ৷

আরও পড়ুন:ওয়ান-ডে ক্রিকেটে 'বিরাট' রান তাড়া করে জয়ের নাম কোহলি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবদন্তি স্পিনারের প্রয়াণে শোকবার্তায় লেখেন, ‘‘কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার বিশান সিং বেদির মৃত্যুতে শোকাহত ৷ আইকনিক বাঁ-হাতি স্পিন বোলার আমাদের জন্য অনেক স্মরণীয় জয় এনেছিলেন এবং তাঁর নাম লক্ষ লক্ষ অনুরাগীর স্মৃতিতে থেকে যাবে ৷ একজন মহান অধিনায়ক এবং একজন শক্তিশালী ব্যক্তিত্ব ৷ তিনি ভারতীয় ক্রীড়ার জন্য আলোকবর্তিকা ৷ তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা ৷’’

বলিউড মহাতারকা শাহরুখ খানও বেদীর প্রয়াণের খবরে শোকজ্ঞাপন করেন ৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘আমাদের জীবন বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে চেতনার জাগ্রত হয় ৷ আমরা আমাদের চারপাশে যা দেখি ও অনুভব করি, সেটাই আমাদের প্রাপ্তি ৷ বিষাণ সিং বেদী তাঁদের একজন ৷ ঈশ্বর তাঁর আত্মাকে আশীর্বাদ করুন এবং খেলাধুলা ও জীবন সম্পর্কে আমাদের এত কিছু শেখানোর জন্য আপনাকে ধন্যবাদ স্যর ৷ আপনকে খুবই মিস করব ৷ আপনার আত্মার শান্তি কামনা করি ৷

আরেক বলিউড অভিনেতা সুনীল শেট্টিও বিষাণ সিং বেদীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন ৷ তিনি লেখেন, ‘‘একজন মানুষ যিনি কেবল তাঁর ক্রিকেটীয় দক্ষতার জন্যই নয় ৷ তাঁর হৃদয়ের সততার জন্যও প্রশংসিত ছিলেন ৷ তিনি ক্রিকেটের একজন সত্যিকারের মহারথী ছিলেন এবং অনেকের জন্য অনুপ্রেরণা ছিলেন ৷ তিনি ভবিষ্য়ৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন ৷ শান্তিতে থাকুন, বেদি স্যর ৷

Last Updated : Oct 23, 2023, 7:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details