পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: প্রোটিয়া 'বধে' নায়ক ডাচ পেসারের পুরনো টুইট ভাইরাল, কী লিখেছিলেন 'ফুড ডেলিভারি বয়' মিকিরেন - পল ভ্যান মিরিকেন

মঙ্গলবার ধরমশালায় প্রোটিয়াদের বিরুদ্ধে ডাচদের জয়ের অন্যতম নায়ক পল ভ্যান মিরিকেন পেশাদার ক্রিকেটার নন মোটেই ৷ অবসরে বেছে নেন অন্য কাজ ৷ যেমন বছর তিনেক আগে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় ফুড ডেলিভারি বয়ের কাজ করেছেন মিরিকেন ৷ এদিন জয়ের পর তাঁর পুরনো টুইট ভাইরাল ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 1:06 PM IST

Updated : Oct 18, 2023, 1:40 PM IST

ধরমশালা, 18 অক্টোবর: রোহিত শর্মা, বিরাট কোহলিদের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি বা গ্রেডেশন অনুযায়ী তাঁদের চুক্তির অংক কমবেশি সকলেরই জানা ৷ কিন্তু আইসিসি'র এমন অনেক অ্যাসোসিয়েট সদস্য বা দেশ রয়েছে যারা হয়তো ক্রিকেট খেলে দেশজ বোর্ডের থেকে এমন মোটা অংকের পারিশ্রমিক পান না ৷ ফলত পেট চালাতে ক্রিকেটের অবসরে তাঁদের বেছে নিতে হয় অন্য পেশা ৷ তেমনই একজন নেদারল্যান্ডসের পল ভ্যান মিরিকেন ৷ হ্যাঁ, ঠিকই ধরেছেন ৷ মঙ্গলবার ধরমশালায় প্রোটিয়া 'বধে'র অন্যতম নায়ক ডাচ পেসার পেশাদার ক্রিকেটার নন মোটেই ৷ অবসরে বেছে নেন অন্য কাজ ৷ যেমন বছর তিনেক আগে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় ফুড ডেলিভারি বয়ের কাজ করেছেন মিরিকেন ৷

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতে ডাচরা চমক দেওয়ার পর হঠাতই মিরিকেনের তিন বছর আগের সেই টুইট ব্যাপকভাবে ঘুরছে সোশাল মিডিয়ায় ৷ টুইটারে (বর্তমান এক্স) ঠিক কী লিখেছিলেন নেদারল্যান্ডস পেসার ৷ 2020 সালের 15 নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-20 বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অতিমারীর জেরে তা স্থগিত হয়ে যায় ৷ এক জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটের সেই সংক্রান্ত টুইটের পালটা মিরিকেন লিখেছিলেন, "হয়তো সব ঠিক থাকলে আজ ক্রিকেট খেলতাম ৷ কিন্তু এই শীতের মরশুমটা উবের ইটসে খাবার ডেলিভারি করেই কাটবে ৷ কীভাবে সব বদলে যায় ৷ হা হা, হাসতে ভুলো না বন্ধুরা ৷"

আরও পড়ুন:48 ঘণ্টার ব্যবধানে ফের অঘটন! এবার প্রোটিয়াদের জয়রথ থামাল ডাচরা

ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন ক্রিকেটার এমন লিখতে পারেন, সেটা মিরিকেনের টুইট থেকে পরিষ্কার ৷ স্বাভাবিকভাবেই গতকালের ম্যাচ উইনিং পারফরম্যান্সের পর ডাচ ক্রিকেটারের টুইট ভাইরাল ৷ বিশ্বজুড়ে বিভিন্ন টি-20 বা টি-10 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেললেও সমারসেটের প্রাক্তন ক্রিকেটার মিরিকেনকে এতদিন সেভাবে কেউ মনে রাখেনি ৷ মঙ্গলবারের পর হয়তো বদলাবে সেটা ৷ পুরনো টুইট তেমনটাই ইঙ্গিত বহন করছে ৷

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট খেলিয়ে কোনও দেশের বিরুদ্ধে ডাচদের প্রথম জয় ৷ তেমনই প্রোটিয়াদের হার টেস্ট খেলিয়ে নয়, এমন দেশের বিরুদ্ধে প্রথম হার ৷ আর সেই ম্যাচে এইডেন মার্করাম এবং মার্কো জানসেনের উইকেট নিয়ে নায়কের সম্মানে 'ফুড ডেলিভারি বয়' মিরিকেন ৷ ডাচদের দেওয়া 246 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এদিন 207 রানে গুটিয়ে যায় প্রোটিয়াবাহিনী ৷

Last Updated : Oct 18, 2023, 1:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details