ধরমশালা, 18 অক্টোবর: রোহিত শর্মা, বিরাট কোহলিদের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি বা গ্রেডেশন অনুযায়ী তাঁদের চুক্তির অংক কমবেশি সকলেরই জানা ৷ কিন্তু আইসিসি'র এমন অনেক অ্যাসোসিয়েট সদস্য বা দেশ রয়েছে যারা হয়তো ক্রিকেট খেলে দেশজ বোর্ডের থেকে এমন মোটা অংকের পারিশ্রমিক পান না ৷ ফলত পেট চালাতে ক্রিকেটের অবসরে তাঁদের বেছে নিতে হয় অন্য পেশা ৷ তেমনই একজন নেদারল্যান্ডসের পল ভ্যান মিরিকেন ৷ হ্যাঁ, ঠিকই ধরেছেন ৷ মঙ্গলবার ধরমশালায় প্রোটিয়া 'বধে'র অন্যতম নায়ক ডাচ পেসার পেশাদার ক্রিকেটার নন মোটেই ৷ অবসরে বেছে নেন অন্য কাজ ৷ যেমন বছর তিনেক আগে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় ফুড ডেলিভারি বয়ের কাজ করেছেন মিরিকেন ৷
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতে ডাচরা চমক দেওয়ার পর হঠাতই মিরিকেনের তিন বছর আগের সেই টুইট ব্যাপকভাবে ঘুরছে সোশাল মিডিয়ায় ৷ টুইটারে (বর্তমান এক্স) ঠিক কী লিখেছিলেন নেদারল্যান্ডস পেসার ৷ 2020 সালের 15 নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-20 বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অতিমারীর জেরে তা স্থগিত হয়ে যায় ৷ এক জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটের সেই সংক্রান্ত টুইটের পালটা মিরিকেন লিখেছিলেন, "হয়তো সব ঠিক থাকলে আজ ক্রিকেট খেলতাম ৷ কিন্তু এই শীতের মরশুমটা উবের ইটসে খাবার ডেলিভারি করেই কাটবে ৷ কীভাবে সব বদলে যায় ৷ হা হা, হাসতে ভুলো না বন্ধুরা ৷"