পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

KKR Celebrate Bengali New Year : নববর্ষে রসগোল্লায় মজে কামিন্স, ভাঙা বাংলায় অনুরাগীদের জানালেন শুভেচ্ছাও - নববর্ষে রসগোল্লায় মজে কামিন্স, ভাঙা বাংলায় অনুরাগীদের জানালেন শুভেচ্ছাও

নববর্ষের সন্ধেয় সানরাইজার্সের বিরুদ্ধে মাঠে নামছে নাইটরা (KKR will face SRH tonight at Brabourne stadium) ৷ তার আগে কামিন্সের নববর্ষের শুভেচ্ছাবার্তা ভাইরাল নেটদুনিয়ায় ৷

KKR Celebrate Bengali New Year
নববর্ষে রসগোল্লায় মজে কামিন্স, ভাঙা বাংলায় অনুরাগীদের জানালেন শুভেচ্ছাও

By

Published : Apr 15, 2022, 12:28 PM IST

কলকাতা, 15 এপ্রিল : ডায়েট ভুলে দিব্যি রসগোল্লায় মজে প্যাট কামিন্স ৷ হলুদ পাঞ্জাবিতে ভাঙা বাংলায় জানালেন নববর্ষের শুভেচ্ছাও ৷ 1429 বঙ্গাব্দের সূচনায় ব্যতিক্রমী পথে কলকাতা তথা বাংলার সমর্থকদের শুভেচ্ছা জানাল কলকাতা নাইট রাইডার্স ৷ নববর্ষের সন্ধেয় সানরাইজার্সের বিরুদ্ধে মাঠে নামছে নাইটরা (KKR will face SRH tonight at Brabourne stadium) ৷ তার আগে কামিন্সের নববর্ষের শুভেচ্ছাবার্তা ভাইরাল নেটদুনিয়ায় ৷

নববর্ষের সকালে সমর্থকদের শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিয়ো প্রকাশ করে কলকাতা নাইট রাইডার্স ৷ যেখানে দেখা যাচ্ছে নাইট সেনাপতি শ্রেয়স আইয়ার থালা ভর্তি মিষ্টি এনে অজি ক্রিকেটারকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন ৷ প্যাটও একাধিক মিষ্টির মধ্যে থেকে প্রথমে রসগোল্লা তুলে মুখে পুরে নেন ৷ এরপর অধিনায়কের কাছে সবক'টি মিষ্টিই শেষ করার আবদার করেন (Pat Cummins and Shreyas Iyer wish Nababarsha with rasagulla) ৷

শেষে ভাঙা বাংলায় অনুরাগীদের শুভ নববর্ষের শুভেচ্ছাও জানান স্পিডস্টার ৷ সম্পূর্ণ ভিডিয়োটিতে সমর্থকদের 1429-এর শুভেচ্ছা জানিয়েছেন আরেক অজি ক্রিকেটার অ্যারন ফিঞ্চ, অধিনায়ক শ্রেয়স আইয়ারও ৷ সেই ভিডিয়ো পরবর্তীতে প্রকাশ করা হয় আইপিএল সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ৷

আরও পড়ুন : হার্দিকের অধিনায়কোচিত ইনিংস, রাজস্থানকে হারিয়ে শীর্ষে গুজরাত

এদিকে দিল্লির কাছে হারের পর নববর্ষের সন্ধেয় ফের জয়ের সরণিতে ফিরতে মরিয়া বেগুনি শিবির ৷ আর উইলিয়ামসনদের হারিয়ে শীর্ষে পৌঁছতে পারলে তা হবে সমর্থকদের জন্য নববর্ষের আদর্শ উপহার ৷ গত ম্যাচের ভুলভ্রান্তি সরিয়ে সেদিকেই পাখির চোখ নাইটব্রিগেডের ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details