কেপটাউন, 13 জানুয়ারি : দুই ওপেনারকে হারিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতে বেকায়দায় পড়েছিল টিম ইন্ডিয়া (Ind vs SA) ৷ তবে, ঋষভ পন্থ এবং অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে ভর করে 198 রানে পৌঁছয় ভারত ৷ সেঞ্চুরি করেন ঋষভ পন্থ ৷ প্রাথমিক ধাক্কা কাটিয়ে ম্যাচের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ছন্দে ফিরেছিল ভারত ৷ তবে দু'শোর গণ্ডি ছুঁতে পারেনি টিম ইন্ডিয়া ৷ তবে দুরন্ত সেঞ্চুরি করেন উইকেটকিপার-ব্যাটার পন্থ ৷ শেষ পর্যন্ত 100 রানে অপরাজিত থাকেন এই বাঁ-হাতি ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম শতরান করলেন পন্থ ৷ তাঁর ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকার সামনে 212 রানের টার্গেট দিল ভারত ৷
13 রানের লিড নিয়ে বুধবার দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা খায় টিম কোহলি ৷ দুই ওপেনার লোকেশ রাহুল এবং ময়াঙ্ক আগরওয়ালকে হারিয়ে চাপে পড়ে যায় ভারত ৷ অধিনায়ক কোহলি এবং চেতেশ্বর পূজারা দলের স্কোর 50-এর উপরে নিয়ে যান ৷ 2 উইকেট হারিয়ে 57 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত ৷ দিনের শুরুতেই 9 রান করেই প্যাভিলিয়নে ফেরেন পূজারা ৷ পরে রাবাদার বলে ডিন এলগারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রাহানে ৷