কলকাতা, 31 অক্টোবর:বাংলাদেশ বনাম পাকিস্তান ম্য়াচে জয়ে ফিরল পাকিস্তান ৷ কিন্তু ম্য়াচ ঘিরে তৈরি হল এক অন্য বিতর্ক ৷ গ্যালারি থেকে দেখানো হল প্যালেস্তাইনের পতাকা ৷ আর এই ঘটনা সামনে আসার পরেই চার জনকে আটক করল পুলিশ ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গেটেও দেখানো হয়েছে এই পতাকা ৷ জানা গিয়েছে ম্যাচ চলাকালীন নাকি ওই চার ব্যক্তি প্যালেস্তাইনের সমর্থনে স্লোগানও দেন ৷
ক্রিকেটীয় কুটকাচালির মধ্যে হঠাৎ করেই আর্ন্তজাতিক রাজনৈতিক বিতর্কের ছায়া দেখা গেল ইডেনে । জানা গিয়েছে, চার জন সমর্থক ইডেনে খেলা দেখতে এসে দু'বার প্যালেস্তাইনের পতাকা তুলে ধরেন । পুলিশের একটি সূত্র বলছে, ওই চার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ।
আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এই মুহূর্তে সবচেয়ে বড় ঘটনা ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধ ৷ দুই দেশের বিবাদ আজকের নয় ৷ বহুকাল থেকেই চলে আসছে তাদের এই দ্বন্দ্ব ৷ গত 7 অক্টোবর ইজরায়েলে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস ৷ হামাসের হামলায় নিহত হয় 1400 ৷ জবাবি হামলা চালায় ইজরায়েলও ৷ যা এখনও অব্যাহত । ইজরায়েলের লাগাতার হামলায় ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন প্রায় 8000 মানুষ ৷ এর মধ্যে তিন হাজারের বেশি শুিশু। তবুও যুদ্ধ থামার কোনও লক্ষণই নেই ৷