সিলেট, 7 অক্টোবর: এশিয়া কাপে টানা তিন ম্যাচ জিতে মাঠে নেমেছে হরমনপ্রীত কৌরের ভারত । গুরুত্বপূর্ণ ম্য়াচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাক দলনেত্রী বিসমা মারুফ ৷ শুরুতেই ভারতীয় বোলাররা দুই ওপেনারকে ডাগ-আউটের পথ দেখান ৷ খাতা খুলতে পারেননি ওমাইমা সোহেলও ৷ সেখান থেকে দলকে টানেন বিসমা মারুফ-নিদা দার জুটি ৷ শেষ পর্যন্ত দুই ব্যাটারের কাঁধে চেপে ভদ্রস্থ স্কোরে পৌঁছল পাকিস্তান ৷ কুড়ি-বিশের প্রথম ইনিংসে 'বিসমা অ্যান্ড কোং'য়ের সংগ্রহ 137 রান ৷
এদিন শুরুতেই মুনিবা আলিকে (17 বলে 17 রান) ফেরান দীপ্তি শর্মা ৷ 14 বলে 11 রান করে ক্রিজ ছাড়েন সিদ্রা আমিনও ৷ তাঁকে ডাগ-আউটের পথ দেখান পূজা বস্ত্রকর ৷ ফের ভয়ংকর হয়ে ওঠেন দীপ্তি ৷ তাঁর বল বুঝতেই পারেননি ওমাইমা সোহেল ৷ সেখান থেকে ম্যাচে রাশ টানেন পাক অধিনায়ক ৷ বিসমা মারুফের এদিনের সংগ্রহ 32 রান ৷ নেত্রীকে যোগ্য সঙ্গত করেন নিদা দার ৷ তাঁর 37 বলে ঝোড়ো 56 রানের সুবাদেই পাকিস্তানের স্কোরবোর্ড সচল হয় ৷