আমেদাবাদ, 13 অক্টোবর: 7 বছর পর আবার ভারতে পা রেখেছে পাকিস্তান ৷ শেষবার 2016 সালে শাহিদ আফ্রিদির নেতৃত্বে ভারতে এসেছিল তারা ৷ নিজামের শহরে এসে হায়দরাবাদি বিরিয়ানিতে মজেছিল পাক দল ৷ আর মাত্র কয়েকঘণ্টা পরেই মহারণ ৷ বিশ্বকাপের মেগা ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান ৷ তার আগে আমেদাবাদে গুজরাতি খাবারে মাতলেন ‘বাবর অ্যান্ড কোং’ ৷
কী কী ছিল বাবরদের মেন্যুতে ?
ভারতে আসার পর বেশিরভাগ সময়ই হায়দরাবাদে কাটিয়েছে পাকিস্তান ৷ দলের সদস্যরা জানিয়েছেন, প্রায় রোজই পাতে বিরিয়ানি পড়েছে ৷ তারপরেই এদিন আমেদাবাদে গিয়ে বাবররা মজলেন খাঁকড়া-জালেবিতে ৷ সঙ্গে যদিও বিরিয়ানিটাও ছিল ৷ অন্যদিকে নিরাপত্তার কারণে হায়দরাবাদে বেরোতে পারেনি দল ৷ একমাত্র জিভিকে মলে যেতে দেখা গিয়েছিল রিজওয়ান-ইফতিকারদের ৷ আমেদাবাদে যদিও কড়া পাহাড়ার মধ্যেই ঘুরতে দেখা গিয়েছে পাক খেলোয়াড়দের ৷
আরও পড়ুন: 'হারলে অধিনায়কত্ব যাবে না', ভারতের বিরুদ্ধে নামার আগে চাপের বালাই নেই পাক অধিনায়কের
কূটনৈতিক সম্পর্কের জেরে এক যুগেরও বেশি সময় হল দু'দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সিরিজ বন্ধ ৷ স্বভাবতই আইসিসি কিংবা এসিসি'র কোনও ইভেন্টে পড়শি দু'টো দেশ মুখোমুখি হলে উন্মাদনা হয় লাগামছাড়া ৷ এশিয়া কাপে সেই ছবিটাই দেখা যায়নি ৷ গ্যালারিজুড়ে শব্দব্রহ্মের বালাই নেই ৷ গ্যালারি দেখে বোঝার উপায় ছিল না, স্টেডিয়ামে ক্রিকেটবিশ্বের সবচেয়ে আকাঙ্খিত ম্যাচ চলছে ৷
1 লক্ষ 32 হাজার দর্শকের বসার ব্যবস্থা রয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ তার অর্ধেক ভরলেও চাপ বাড়বে ‘মেন ইন গ্রিন’-এর ৷ ভারতের 11 জন খেলোয়াড়ের সঙ্গে দর্শকদের শব্দব্রহ্মের চাপও সামলাতে হবে বাবরদের ৷ অন্যদিকে পাকিস্তান খেলবে কোনও সমর্থন ছাড়াই ৷ এখনও ভিসা পায়নি পাকিস্তানের সমর্থকরা ৷ ফলে শনিবার কার্যত সমর্থকবিহীন স্টেডিয়ামে নামবে বাবর আজমরা ৷
আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-পাক যুদ্ধ! মহারণের আগে চোখ বোলান ইতিহাসে