নয়াদিল্লি, 9 জুলাই: পাকিস্তান ক্রিকেট দল ভারতে বিশ্বকাপ খেলতে আসবে কি না, তা এখন নির্ভর করছে ইসলামাবাদের উপর ৷ আরও নির্দিষ্ট করে বললে পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন 11 সদস্যের উচ্চপর্যায়ের কমিটির রিপোর্ট ৷ সেই রিপোর্টে নির্ভর করেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ৷ কিন্তু এরই মাঝে একটি বড় মন্তব্য করেছেন সেদেশের ক্রীড়ামন্ত্রী তথা 11 জনের কমিটির অন্যতম সদস্য এহসান মাজারি ৷ তিনি বিশ্বকাপে পাকিস্তানের জন্য নিরপেক্ষ ভেন্যুর দাবি জানিয়েছেন ৷
একটি ইংরাজি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে এহসান মাজারি জানান, বিসিসিআই ও ভারত সরকার যদি তাদের ক্রিকেটারদের এশিয়া কাপ খেলার জন্য পাকিস্তানে না-পাঠায়, তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের ভারতে বিশ্বকাপ খেলতে পাঠাবে না ৷ তার বদলে পাকিস্তান দলের জন্য নিরপেক্ষ ভেন্যুর দাবি জানিয়েছেন তিনি ৷ আর এহসান মাজারি এও দাবি করেন, যেহেতু পিসিবি তাঁর মন্ত্রকের অধীনে, তাই তিনি নিজের এই সিদ্ধান্তের কথা কমিটিতে জানাবেন ৷
আরও পড়ুন:ক্যাপ্টেন কৌরের হাফসেঞ্চুরিতে ধরাশায়ী বাংলাদেশ, জয় দিয়ে সফর শুরু ভারতের