পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

T20 World Cup : বিধ্বংসী রাউফ, কিউইদের অল্প রানে বেঁধে রাখল পাকিস্তান - ICC Men's T20 World Cup

রাউফের 4 উইকেটের পাশাপাশি একটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি, ইমাদ ওয়াসিম এবং মহম্মদ হাফিজ ৷ শেষদিকে ফিলিপসের 13, সেইফার্টের 8 এবং স্য়ান্টনারের 6 রানে ভর করে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 134 রান তোলে নিউজিল্যান্ড ৷

T20 World Cup
বিধ্বংসী রাউফ, কিউইদের অল্প রানে বেঁধে রাখল পাকিস্তান

By

Published : Oct 26, 2021, 10:00 PM IST

শারজা, 26 অক্টোবর : কোহলিদের হারিয়ে গোটা দলকে আত্মতুষ্টিতে ভুগতে নিষেধ করেছিলেন ৷ তাঁরা যে অন্তত অধিনায়কের কথা শুনেছেন, কিউইদের বিরুদ্ধে সেটা বোঝালেন পাক বোলাররা ৷ মঙ্গলবার শারজায় টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে মাত্র 134 রানে বেঁধে রাখলেন পাক বোলাররা ৷ কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে আগুনে বোলিং করে 4 উইকেট তুলে নিলেন হ্যারিস রাউফ ৷ সঙ্গ দিলেন আফ্রিদি, ওয়াসিমরা ৷

এদিনও টস ভাগ্য দিল পাক অধিনায়ক বাবর আজমকে ৷ ওপেনিং জুটিতে 36 রান উঠলেও গাপতিল ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ফিরলেন রাউফের ডেলিভারিতে ৷ 20 বলে 17 করলেন তিনি ৷ ডারিল মিচেল করলেন 27 রান, জিমি নিশম করলেন মাত্র 1 ৷ 56 রানে 3 উইকেট হারানোর পর অধিনায়ক উইলিয়ামসন এবং ডেভন কনওয়ে চতুর্থ উইকেটে সাহারা দেওয়ার চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি ৷

আরও পড়ুন : অলরাউন্ড পারফরম্যান্সে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় দক্ষিণ আফ্রিকার

26 বলে 25 করে রান-আউট হয়ে ফেরেন কিউই অধিনায়ক ৷ 24 বলে 27 করে রাউফের দ্বিতীয় শিকার হয়ে ডাগ-আউটে ফিরে যান কনওয়ে ৷ পাক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভয়ঙ্কর মনে হয়নি কোনও নিউজিল্যান্ড ব্যাটারদের ৷ রাউফের 4 উইকেটের পাশাপাশি একটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি, ইমাদ ওয়াসিম এবং মহম্মদ হাফিজ ৷ শেষদিকে ফিলিপসের 13, সেইফার্টের 8 এবং স্য়ান্টনারের 6 রানে ভর করে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 134 রান তোলে নিউজিল্যান্ড ৷

ABOUT THE AUTHOR

...view details