কলকাতা, 10 নভেম্বর:নেট বোলারের বোলিং রানআপ শুধরে দিলেন পাকিস্তানের বোলিং কোচ মর্নি মর্কেল । বাবর আজম দেখিয়ে দিলেন কীভাবে বল লুকিয়ে রাখতে হবে । গত কয়েকদিন ধরে পাকিস্তান দল কলকাতার ইডেন গার্ডেন্সে প্র্যাকটিস করছিল । সেখানেই বেশ কয়েকজন নেট বোলারের প্রয়োজন পড়ে । সেই তালিকায় নাম ছিল জিন্নাহ মণ্ডলের ।
কলকাতা ময়দানের দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের বছর একুশের ছেলেটি পাকিস্তানের নেটে বল করার সুযোগ পেয়ে চমকে দিয়েছে বাবর আজমদের । আনকোরা বোলারের সামনে পাক ব্যাটসম্যানরা সমস্যায় পড়েন । বোলিং মুগ্ধ করলেও বল করার টেকনিকে কিছু ত্রুটি ছিল জিন্নাহর । সেটাই শুধরে দেন মর্নি ।
আগে জিন্নাহর বোলিং রান আপের ত্রুটি ছিল । কীভাবে তা ঠিক করতে হবে তা মর্নি শুধরে দেন । আবার ডেলিভারির পরে ফলো থ্রুতে কতটা গিয়ে দৌড় শেষ হবে সেটাও দেখিয়ে দেন । পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে দেখান বাঁহাতে বল লুকিয়ে নিয়ে এসে কীভাবে ডান হাতে শেষ সময়ে নিয়ে ডেলিভারি করতে হবে ।
পাকিস্তান ক্রিকেটাররা এতটাই জিন্নাহর বোলিংয়ে খুশি যে একটি জার্সি উপহার দিয়েছেন তাঁরা । বসিরহাট উত্তরের এই ছেলেটিও পাক ক্রিকেটারদের পরামর্শে উদ্বুদ্ধ । নেট বোলার হিসেবে জিন্নাহর ইডেনে বোলিং করার অভিজ্ঞতা নতুন নয় । এর আগে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের নেটেও বল করেছিলেন ।