লাহোর, 22 ফেব্রুয়ারি : প্রাপ্য বেতন না পেয়ে ইতিমধ্যেই পাকিস্তান সুপার লিগ ছেড়ে দেশে ফিরে গিয়েছেন জেমস ফকনার ৷ ফলে পিএসএলে বিতর্কের রেশ এখনও তাজা । তার মাঝেই নতুন বিতর্ক বাঁধালেন লাহোর কালান্দার্সের হ্যারিস রউফ । লিগের চুড়ান্ত পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স এবং পেশোয়ার জালমি ৷ ক্যাচ মিস করায় ম্যাচ চলাকালীনই সতীর্থ কামরান গুলামের গালে চড় কষালেন পাক পেসার (Pakistan Pacer Haris Rauf slaps teammate Kamran Ghulam) ।
লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পেশোয়ার জালমি । হ্যারিস রউফের বলে হজরতউল্লাহ জাজাইয়ের ক্যাচ ফেলেন কামরান গুলাম । যদিও সেই ওভারেই মহম্মদ হ্যারিসকে ড্রেসিংরুমে ফেরত পাঠান রউফ । ওভারের শেষ বলে বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ নেন ফাওয়াদ আহমেদ ৷