নয়াদিল্লি, 20 অগস্ট: শিখর ধাওয়ানের নেতৃত্বে একটা দল যখন জিম্বাবোয়ের মাটিতে ওয়ান-ডে সিরিজ খেলছে, ঠিক সে সময় সিনিয়র দল সংকল্প নিচ্ছে এশিয়া সেরার খেতাব ধরে রাখার ৷ আগামী 27 অগস্ট থেকে শুরু হতে চলা এশিয়া কাপে (Asia Cup 2022) ভারতের প্রথম ম্যাচ প্রতিযোগিতার দ্বিতীয়দিন পাকিস্তানের সঙ্গে ৷ হাইভোল্টেজ সেই ম্যাচের আগে শিবিরে অহেতুক চাপ ডেকে আনতে নারাজ ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ৷ সম্প্রচারকারী সংস্থার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন মুম্বইকর ক্রিকেটার ৷ একইসঙ্গে বাতলে দিলেন টুর্নামেন্ট জয়ের মন্ত্রও (Rohit Sharma detailed captaincy mantra before Asia Cup) ৷
টি-20 ক্রিকেটে এ যাবৎ সাফল্যের সঙ্গেই অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেনে রোহিত ৷ 35 ম্যাচের মধ্যে 29টিতে জয়ের স্বাদ পাওয়া মুম্বই ব্যাটার টুর্নামেন্ট শুরুর আগে বলেন, "অধিনায়ক হিসেবে আমি দলে এমন একটা পরিবেশ তৈরি করতে চাই যেখানে কোনও ম্যাচের আগে কেউ চাপ অনুভব না-করে ৷ এমন ম্যাচের আগে শিবিরে অহেতুক চাপ ডেকে আনতে চাই না ৷ কারণ তুমি মাঠে নামলে তোমার উপর চাপ থাকবেই ৷ তা সে বল হাতেই হোক বা ব্যাট হাতে ৷ কোচ-অধিনায়কের কিছু করার নেই এ বিষয়ে ৷ চাপ সামলাতে হবে নিজেকেই ৷"