দুবাই, 28 অগস্ট: 2021 টি-20 বিশ্বকাপের হারের বদলা নেওয়া কি নিতে পারবে রোহিত শর্মা ব্রিগেড ? এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ন'য়ে নয় কি করতে পারবে 'মেন ইন ব্লু' ? উত্তর পেতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হলেও ভুবনেশ্বর কুমার(Bhuvneshwar Kumar), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) জোড়া ফলায় পাকিস্তানকে দেড়শোর মধ্যে বেঁধে রাখল টিম ইন্ডিয়া ৷ দুবাইয়ে রবিবাসরীয় হাইভোল্টেজ ম্যাচে প্রথমে ব্যাট করে 147 রানে (19.5 ওভার) গুটিয়ে গেল পাকিস্তান (Pakistan bundled out for 147 against India in Asia Cup) ৷ অর্থাৎ, জয় দিয়ে এশিয়া কাপ ধরে রাখার অভিযান শুরু করতে হলে ভারতকে করতে 148 রান ৷
ঋষভ পন্থকে বসিয়ে 'বুড়ো' কার্তিককে রেখে এদিন একাদশ বাছাইয়ে চমক দিয়েছিল ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক ৷ আর মাঠে বল হাতে বিপক্ষের ব্যাটিং লাইন-আপ নিঃশব্দে ভাঙার কাজটা করে গেলেন ভুবনেশ্বর কুমার এবং হার্দিক পান্ডিয়া ৷ পাক অধিনায়ক বাবরকে (Babar Azam) দ্রুত ফিরিয়ে বোঝা অনেকটাই হালকা করে দিয়েছিলেন ভুবি ৷ এরপর নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিয়ে সেই অর্থে কোনও চাপ আসতে দেননি আবেশ খান, হার্দিক পান্ডিয়ারা ৷ দলের মাথাব্যথার কারণ হতে থাকা আরেক ওপেনার মহম্মদ রিজওয়ানকে টপ-অর্ডার ধসিয়ে দেন পান্ডিয়া ৷