পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 6:00 PM IST

Updated : Oct 14, 2023, 6:21 PM IST

ETV Bharat / sports

ICC World Cup 2023: বুমরা-সিরাজদের সামনে 'থরহরি কম্প', বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে তৃতীয় সর্বনিম্ন স্কোর পাকিস্তানের

এ যাবৎ বিশ্বকাপে সাতবারের সাক্ষাতে প্রত্যেকবারই ফলাফল ভারতের পক্ষে গেলেও লড়াইটা ছিল মূলত পাকিস্তান বোলিং বনাম ভারতীয় ব্যাটিং ৷ 2007 বাদ দিলে 1992 সাল থেকে এ যাবৎ প্রতিটি বিশ্বকাপে একে অপরের আমনা-সামনা হয়েছে ভারত-পাক ৷ এর মধ্যে 2019 বাদ দিলে প্রত্যেকবারই কমজোরি বোলিং বিভাগ নিয়ে ময়দানি জংয়ে অবতীর্ণ হয়েছে ভারতীয় দল ৷

ICC World Cup 2023
বুমরা সিরাজদের সামনে থরহরি কম্প পাক ব্যাটিং

আমেদাবাদ, 14 অক্টোবর: নামজাদা পেসার তৈরিতে পাকিস্তান বিশ্ব ক্রিকেটে বরাবরই সুপরিচিত ৷ সঙ্গে স্পিনের সংমিশ্রণে 'মেন ইন গ্রিন' আগাগোড়াই বিপক্ষ ব্যাটারদের সামনে বোলিং শক্তি হিসেবে ভীতির কারণ ৷ পক্ষান্তরে গতে কয়েকবছরের কথা বাদ দিলে ভারতীয় দলের বোলিং আক্রমণ একটা বড় সময় ধরে অনেকটাই কমজোরি ছিল ৷ তাই এ যাবৎ বিশ্বকাপে (50 ওভার ফরম্যাট) সাতবারের সাক্ষাতে প্রত্যেকবারই ফলাফল ভারতের পক্ষে গেলেও লড়াইটা ছিল মূলত পাকিস্তান বোলিং বনাম ভারতীয় ব্যাটিং ৷

2007 বাদ দিলে 1992 সাল থেকে এ যাবৎ প্রতিটি বিশ্বকাপে একে অপরের আমনা-সামনা হয়েছে ভারত-পাক ৷ এর মধ্যে 2019 বাদ দিলে প্রত্যেকবারই কমজোরি বোলিং বিভাগ নিয়ে ময়দানি জংয়ে অবতীর্ণ হয়েছে ভারতীয় দল ৷ কালেভদ্রে ভারতীয় বোলিং এই 'ক্ল্যাশ অফ টাইটানসে' জ্বলে উঠলেও মূলত ব্যাটিং শক্তিতে ভর করে প্রত্যেকবারই সসম্মানে উত্তীর্ণ হয়েছে 'মেন ইন ব্লু' ৷ কিন্তু সমীকরণটা বদলাতে শুরু করে 2019 বিশ্বকাপ থেকে ৷ যেখানে ভুবনেশ্বর কুমার-জসপ্রীত বুমরার উপস্থিতি লড়াই শুরুর আগে মহম্মদ আমের, ওয়াহাব রিয়াজ, হাসান আলিদের সঙ্গে চোখে চোখ রেখে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিল ৷ পরে কাজেও করে দেখিয়েছিল ৷

গত বিশ্বকাপে প্রথমে ব্যাট করে রোহিত শর্মার শতরানে বিশাল স্কোর খাড়া করে 'মেন ইন ব্লু' ৷ জবাবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে 40 ওভারে 302 রান তাড়া করতে গিয়ে 6 উইকেট হারিয়ে মাত্র 212 রান তুলতে সক্ষম হয়েছিল পাক দল ৷ 2023-এ এসে দু'দলের বোলিংয়ের লড়াইটা আরও যে জোরদার, সে বিষয়ে সন্দেহ নেই ৷ অর্থাৎ, গত কয়েকবছরে বিশ্ব ক্রিকেটে অন্যতম শক্তিশালী বোলিং শক্তি হিসেবে পরিচিতি লাভ করা ভারতীয় বোলিং শক্তি এবার কোনও অংশে যে পিছিয়ে নেই শাহিন আফ্রিদি-হ্যারিস রউফদের সামনে তা প্রমাণিত হল শনিবারের বারবেলায় ৷

আরও পড়ুন:মন্ত্রপূত বল ছুঁড়ে ইমাম 'বধ' হার্দিকের ? সোশাল মিডিয়ায় ছবি ভাইরাল

মহম্মদ শামি নেই তাতে কী ? সিরাজ-বুমরা-হার্দিক-কুলদীপদের সামনে তাসের ঘরের মতো গুটিয়ে গেল পাকিস্তান ৷ প্রথমে ব্যাট করে ভারতীয় বোলিং আক্রমণের সামনে 42.4 ওভারেই গুটিয়ে গেল বাবর আজম অ্যান্ড কোম্পানি ৷ স্কোরবোর্ডে তুলল মাত্র 191 রান ৷ যা বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের তৃতীয় সর্বনিম্ন স্কোর ৷ সবমিলিয়ে আপাত সহজ একটা দায়িত্ব সঁপে আটে আট করার রাস্তাটা তৈরি করে দিয়ে গেলেন বোলাররা ৷ এর আগে 1992 সালে 216 রানের জবাবে 173 রানে গুটিয়ে গিয়েছিল 'মেন ইন গ্রিন' ৷ 1999 সালে 228 রান তাড়া করতে নেমে 180 রানেই শেষ হয়ে গিয়েছিল পাক ইনিংস ৷

Last Updated : Oct 14, 2023, 6:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details