পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

T-20 World Cup: বাবরের বিস্ফোরণে নিউজিল্যান্ড 'বধ', প্রথম দু'ম্যাচ হেরেও ফাইনালে পাকিস্তান - মোক্ষম সময়ে জ্বলে উঠলেন অফ ফর্মে থাকা বাবর আজম

সিডনিতে মোক্ষম সময়ে জ্বলে উঠলেন অফ ফর্মে থাকা বাবর আজম, যোগ্য সঙ্গত করলেন মহম্মদ রিজওয়ান । সেমি-ফাইনালে কিউয়িদের 7 উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনালে পাকিস্তান (Pakistan beat New Zealand) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 9, 2022, 4:57 PM IST

Updated : Nov 9, 2022, 5:36 PM IST

সিডনি, 9 নভেম্বর: টি-20 বিশ্কাপের প্রথম দু'ম্যাচেই মুখ থুবড়ে পড়েছিল 'বাবর অ্যান্ড কোং'। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত তো বটেই, অপেক্ষাকৃত দুর্বল জিম্বোবোয়ের কাছে হারায় সাকলিন মুস্তাকের টিম নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিলেন প্রাক্তনরা । গতবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে 'বধ' করে এবার ফাইনালে পৌঁছে গেল 'মেন ইন গ্রিন'। সিডনিতে মোক্ষম সময়ে জ্বলে উঠলেন অফ-ফর্মে থাকা বাবর আজম ৷ তাঁকে যোগ্য সঙ্গত দিলেন মহম্মদ রিজওয়ান । সেমি-ফাইনালে কিউয়িদের 7 উইকেটে উড়িয়ে তৃতীয়বার কুড়ি-বিশের বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান (Pakistan beat New Zealand) ।

প্রথমে ব্যাট করতে নেমে সবুজ জার্সিধারীদের 153 রানের টার্গেট দিয়েছিল কেন উইলিয়ামসনের দল । রান তাড়া করতে নেমে এদিন জ্বলে উঠলেন পাকিস্তানের দুই ওপেনার । মহম্মদ রিজওয়ান করলেন 43 বলে 57 রান ৷ ক্যাপ্টেন বাবরের ব্যাট থেকে এল 42 বলে 53 রানের ইনিংস । দুই ব্যাটারের দাপটেই এদিন জয়ে পৌঁছে যায় পাকিস্তান । 2009 সালে চ্যাম্পিয়ন হওয়ার 13 বছর পর ফের বিশ্বকাপ ফাইনালে উঠল পাকিস্তান ।

আরও পড়ুন: চাপ কাটানোর দাওয়াই ভারতীয় রেস্তরাঁ, ব্রিটিশ রাজে নৈশভোজ সারলেন রোহিতরা

Last Updated : Nov 9, 2022, 5:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details