দুবাই, 30 অক্টোবর : টানা দু'ম্যাচ জিতে হাওয়ায় উড়তে থাকা পাকিস্তান বনাম প্রথম ম্যাচে স্কটিশদের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নেওয়া আফগানিস্তান ৷ শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রুদ্ধশ্বাস এক লড়াইয়ের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা ৷ ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাকে মান্যতা দিয়ে থ্রিলার ম্যাচের সাক্ষী রইল দুবাই ৷ স্কোরবোর্ড দেখে মনে হতেই পারে এক ওভার বাকি থাকতে 5 উইকেটে সহজ জয় পেয়েছে পাকিস্তান ৷ কিন্তু বিষয়টা ততটাও সহজ ছিল না ৷ হিসেব বদলে দিলেন আসিফ আলি ৷
প্রথমে ব্যাট করে এদিন আফগানদের ছুঁড়ে দেওয়া 148 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শেষ 2 ওভারে 24 রান দরকার ছিল পাকিস্তানের ৷ কিন্তু 19তম ওভারে করিম জানাতকে চার ছক্কা হাঁকিয়ে থ্রিলার ম্য়াচের যবনিকা টানলেন আসিফ ৷ এর আগে চলতি বিশ্বকাপের দ্বিতীয় অর্ধশতরানটি করার পথে বিরাট কোহলির নজির ভাঙেন পাক অধিনায়ক বাবর আজম ৷ অধিনায়ক হিসেবে টি-20তে দ্রুততম (26 ইনিংস) 1 হাজার রান পূর্ণ করলেন তিনি ৷
টপ অর্ডার ব্যর্থ হলেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে এদিন পাক দলকে চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছিল আফগানরা ৷ সৌজন্যে অধিনায়ক মহম্মদ নবির 32 বলে অপরাজিত 35 এবং গুলবাদিন নইবের 25 বলে অপরাজিত 35 ৷ সপ্তম উইকেটে এই দুই আফগান ব্যাটার অবিভক্ত 71 রানের জুটি গড়েন ৷