পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: চিপকে আফগানিস্তানের মুখোমুখি সমস্যায় জেরবার পাকিস্তান - রাশিদ খান

Pakistan vs Afghanistan in ICC Cricket World Cup: বিশ্বকাপে দ্বিতীয় জয়ের খোঁজে সোমবার আফগানিস্তানের বিরুদ্ধে নামছে পাকিস্তান ৷ চিপকের স্পিন সহায়ক পিচে আফগানদের সামনে এক অন্য চ্যালেঞ্জ বাবর আজমদের ৷

Image Courtesy: Pakistan Cricket X
Image Courtesy: Pakistan Cricket X

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 6:01 PM IST

চেন্নাই, 22 অক্টোবর: ভারত ও পরে অস্ট্রেলিয়া ৷ পরপর দু’ম্যাচ হেরে বিশ্বকাপে কিছুটা চাপে পাকিস্তান ৷ সোমবার তাদের প্রতিপক্ষ প্রতিবেশী আফগানিস্তান ৷ লাগাতার দু’ম্যাচে হারের ধাক্কা ভুলে জয়ে ফিরতে মরিয়া বাবর আজমরা ৷ তবে পাক দলের চিন্তা ব্যাটিং এবং আফগানিস্তানের স্পিন বোলিং ৷ চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আফগানদের স্পিনকে সামলে স্কোর বোর্ডে রান তোলাই আসল চ্যালেঞ্জ পাকিস্তানের ৷ অন্যদিকে, আফগানিস্তান চাইবে নিউজিল্যান্ডের কাছে হারের পর, ব্যাটিং ও বোলিং নিয়ে সমস্যায় থাকা পাকিস্তানের বিরুদ্ধে জয়ে ফিরতে ৷

চলতি বিশ্বকাপে পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে অধিনায়ক বাবর আজমের রান না-পাওয়া ৷ এখনও পর্যন্ত চার ম্যাচে মাত্র একটি হাফ-সেঞ্চুরি করেছেন বাবর ৷ আমেদাবাদে ভারতের বিরুদ্ধে সেই ইনিংসে তেমন আত্মবিশ্বাস ছিল না ৷ যার ফল মাঠে পাকিস্তান দলকে ভুগতে হচ্ছে ৷ একমাত্র মহম্মদ রিজওয়ান ছাড়া কোনও ব্যাটারই এই টুর্নামেন্টে ধারাবাহিক নন ৷ রিজওয়ান এখনও পর্যন্ত 4 ম্যাচে 1টি সেঞ্চুরি-সহ 294 রান করেছেন ৷ কিন্তু, উলটোদিক থেকে তেমন সাহায্য পাননি তিনি ৷ তবে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনিং জুটি প্রথমবার এই টুর্নামেন্টে সেঞ্চুরি পার্টনারশিপ করেছে ৷

একই সঙ্গে বোলিংও পাকিস্তান টিম ম্যানেজমেন্টের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ শাহিন আফ্রিদি বাদে কোনও বোলারই এই টুর্নামেন্টে পাকিস্তানের হয়ে সফল নন ৷ হ্যারিস রউফ প্রতি ম্যাচে 7 বা 8-এর গড়ে রান দিচ্ছেন ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র 7 ওভার বল করেন তিনি ৷ পরিস্থিতি এমনই যে, বাকি বোলাররাও উইকেট তুলতে ব্যর্থ ৷ এমনকি শাহিন আফ্রিদি উইকেট পেলেও, রান আটকাতে ব্যর্থ হচ্ছেন প্রতি ম্যাচে ৷ আর স্পিনারদের পারফর্ম্যান্স আরও খারাপ ৷ দলের সহ-অধিনায়ক শাদাব খানের অবদান এই বিশ্বকাপে না-এর সমান ৷ আর গ্রাউন্ড ফিল্ডিং ততটাই জঘন্য ৷ সহজ ক্যাচ ফসকানোর নিরিখে এই বিশ্বকাপে সবার উপরে থাকবেন পাক ক্রিকেটাররা ৷

আরও পড়ুন:কিউয়িদের বিরুদ্ধে দুরন্ত শামি, কুম্বলেকে টপকে গেলেন বঙ্গপেসার

অন্যদিকে, চেন্নাইয়ের পিচে ভয়ংকর হয়ে উঠতে পারেন রাশিদ খান, মুজিব উর রহমানরা ৷ চিপকের পিচ শুরু থেকেই স্পিনারদের সাহায্য করে আসছে ৷ পাকিস্তানের বিরুদ্ধে সেই সুবিধাকে কাজে লাগাতে চাইবেন আফগান ক্রিকেটাররা ৷ ব্যাটিংয়ে আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল এবং আজমাতুল্লাহ ওমারজাইরা ফর্মে রয়েছেন ৷ তাই সোমবারের পাকিস্তান বনাম আফগানিস্তানের ম্যাচে কঠিন লড়াইয়ের আশা করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details