পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ইডেনে বাংলাদেশ-পাকিস্তান দ্বৈরথ - পাকিস্তান বনাম বাংলাদেশ

Pakistan vs Bangladesh in ICC Cricket World Cup: বিশ্বকাপ জেতার স্বপ্ন কার্যত শেষ পাকিস্তান এবং বাংলাদেশের ৷ পরিস্থিতি এমনই টুর্নামেন্টের লিগ শেষ করে দেশে ফিরতে পারলে বাঁচেন দুই দলের ক্রিকেটাররা ৷ বিশেষত, পাকিস্তান দল ৷ যাদের ক্রিকেটার এবং বোর্ডের মধ্যে বিবাদ এখন আলোচনার বিষয় ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 1:33 PM IST

Updated : Oct 30, 2023, 2:05 PM IST

কলকাতা, 28 অক্টোবর: মঙ্গলবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি পাকিস্তান এবং বাংলাদেশ ৷ যে ম্যাচ বিশ্বকাপ সেমিফাইনালের দৌড়ে এগিয়ে থাকার লড়াই এই দুই দেশের কাছে ৷ পয়েন্টস টেবিলে 6 নম্বরে বাবর আজমরা ৷ পাকিস্তান তাদের শেষ চার ম্যাচে বাজেভাবে পরাজিত হয়েছে ৷ একইভাবে বাংলাদেশ পরপর পাঁচ ম্যাচ হেরে পয়েন্টস টেবিলে 9 নম্বরে ৷ শেষ ম্যাচে এই ইডেনেই নেদারল্যান্ডসের কাছে পর্যূদস্ত তারা ৷ যে দল এই ম্যাচ হারবে, তাদের বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ বলা যেতে পারে ৷

বিশ্বকাপ শুরুর আগে অন্যতম ফেভারিট হিসেবে টুর্নামেন্টে এসেছিল পাকিস্তান ৷ কিন্তু, বিশ্বকাপের মঞ্চে বিশ্বের তাবড় দলগুলির সামনে ফের একবার প্রমাণিত, নামে ভারী হলেও, দল হিসেবে কখনই টুর্নামেন্ট জেতার জায়গাতেই ছিল না ভারতের উত্তরের প্রতিবেশী ৷ এমনকি আফগানিস্তানের মতো প্রতিপক্ষের বিরুদ্ধেও 8 উইকেটের লজ্জাজনক হারের মুখ দেখতে হয়েছে ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াই করলেও, সেখানে 1 উইকেটে ম্যাচ হারতে হয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন দলকে ৷

আর বাবরের অধিনায়কত্বে একাধিক নেতিবাচক সিদ্ধান্ত, ব্যাটহাতে দায় সাড়া ইনিংস, এমন একাধিক ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ সেই সঙ্গে ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়ার অভাব ৷ যার ফল মাঠের ফিল্ডিংয়ে পড়েছে ৷ আর ইনিংস গড়ার ক্ষেত্রে রানের গতি নিয়ন্ত্রণেও অপরিপক্কতা নজরে এসেছে পাকিস্তান দলে ৷ আর বোলিং বিভাগে এক্সপ্রেস গতির পেসাররা নামেই রয়েছেন ৷ তাঁদের বলের লাইন-লেন্থের যেমন ঠিকঠাকানা নেই ৷ তেমনি বলের ভ্যারিয়েশনের অভাব ৷

আরও পড়ুন:দুরন্ত শামি, হাফডজন ম্যাচ জিতে ফের গ্রুপ শীর্ষে টিম ইন্ডিয়া

এ তো গেল পাকিস্তান ৷ প্রায় একই অবস্থা বাংলাদেশ দলের ৷ আফগানিস্তানের বিরুদ্ধে ধরমশালায় একমাত্র জয় পেয়েছিলেন শাকিব-আল হাসানরা ৷ কিন্তু, তার পর শেষ পাঁচ ম্যাচে জেতার সম্ভাবনাও তৈরি করতে পারেনি বাংলাদেশ ৷ এমনকি ইডেনে শেষ ম্যাচে 230 রান তাড়া করতে নেমে নেদারল্যান্ডসের বিরুদ্ধে 142 রানে অল-আউট হয়েছেন শাকিবরা ৷ লোয়ার-অর্ডারে একমাত্র মহমুদুল্লাহ রিয়াদ ছাড়া কোনও ব্যাটার সামান্য লড়াই দিতে ব্যর্থ ৷

আরও পড়ুন:নীল জার্সিতে নজির গড়ে 18 হাজারি ক্লাবে হিটম্যান

শুরু দিকে টপ-অর্ডারে লিটন দাসরা রান করলেও, গত তিন ম্যাচে সেখানেও ক্ষরা ৷ সম্প্রতি বাংলাদেশ অধিনায়ক ফর্মে ফিরতে টুর্নামেন্টের মাঝখান থেকে দেশে ফিরে গিয়েছিলেন আইসিসি-র অনুমতি নিয়ে ৷ মীরপুরে ছোটবেলার কোচের কাছে 2-3 দিনের অনুশীলনও করেন ৷ কিন্তু, নেদারল্যান্ডস ম্যাচে তার লেশমাত্র দেখা যায়নি ৷ বোলিংয়েও ধারাবাহিকতার অভাব দেখা দিয়েছে ৷ গত ম্যাচ দলের সবচেয়ে অভিজ্ঞ মিডিয়াম-পেসার তাসকিন আহমেদকে ফিরিয়ে টিম ম্যানেজমেন্ট ৷ কিন্তু, একা তাসকিনের উপর ভরসা করে কতদূর এগোতে পারবে বাংলাদেশ ? তা নিয়ে সংশয় রয়েছে ৷ সব মিলিয়ে মঙ্গলবার ইডেনে টুর্নামেন্টের অন্যতম দুই ব্যর্থ দলের দ্বৈরথ ৷ যেখানে এক দলের মুখে সাময়িক হাসি ফুটবে ৷ কিন্তু, তা বিশ্বকাপের মঞ্চে কতটা লাভজনক হবে ? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

Last Updated : Oct 30, 2023, 2:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details