কলকাতা, 28 অক্টোবর: মঙ্গলবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি পাকিস্তান এবং বাংলাদেশ ৷ যে ম্যাচ বিশ্বকাপ সেমিফাইনালের দৌড়ে এগিয়ে থাকার লড়াই এই দুই দেশের কাছে ৷ পয়েন্টস টেবিলে 6 নম্বরে বাবর আজমরা ৷ পাকিস্তান তাদের শেষ চার ম্যাচে বাজেভাবে পরাজিত হয়েছে ৷ একইভাবে বাংলাদেশ পরপর পাঁচ ম্যাচ হেরে পয়েন্টস টেবিলে 9 নম্বরে ৷ শেষ ম্যাচে এই ইডেনেই নেদারল্যান্ডসের কাছে পর্যূদস্ত তারা ৷ যে দল এই ম্যাচ হারবে, তাদের বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ বলা যেতে পারে ৷
বিশ্বকাপ শুরুর আগে অন্যতম ফেভারিট হিসেবে টুর্নামেন্টে এসেছিল পাকিস্তান ৷ কিন্তু, বিশ্বকাপের মঞ্চে বিশ্বের তাবড় দলগুলির সামনে ফের একবার প্রমাণিত, নামে ভারী হলেও, দল হিসেবে কখনই টুর্নামেন্ট জেতার জায়গাতেই ছিল না ভারতের উত্তরের প্রতিবেশী ৷ এমনকি আফগানিস্তানের মতো প্রতিপক্ষের বিরুদ্ধেও 8 উইকেটের লজ্জাজনক হারের মুখ দেখতে হয়েছে ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াই করলেও, সেখানে 1 উইকেটে ম্যাচ হারতে হয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন দলকে ৷
আর বাবরের অধিনায়কত্বে একাধিক নেতিবাচক সিদ্ধান্ত, ব্যাটহাতে দায় সাড়া ইনিংস, এমন একাধিক ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ সেই সঙ্গে ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়ার অভাব ৷ যার ফল মাঠের ফিল্ডিংয়ে পড়েছে ৷ আর ইনিংস গড়ার ক্ষেত্রে রানের গতি নিয়ন্ত্রণেও অপরিপক্কতা নজরে এসেছে পাকিস্তান দলে ৷ আর বোলিং বিভাগে এক্সপ্রেস গতির পেসাররা নামেই রয়েছেন ৷ তাঁদের বলের লাইন-লেন্থের যেমন ঠিকঠাকানা নেই ৷ তেমনি বলের ভ্যারিয়েশনের অভাব ৷