হায়দরাবাদ, 6 অক্টোবর: বিশ্বকাপের নিজের প্রথম ম্যাচেই অতিরিক্ত বাবর নির্ভরতার ফল ভুগতে হল পাকিস্তানকে ৷ কোয়ালিফায়ার খেলে বিশ্বকাপে যোগ্যতাঅর্জন করা নেদারল্যান্ডসের বিরুদ্ধে অল-আউট হয়ে গেল বাবরের বাহিনী ৷ 49 ওভারে 286 রানে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ৷ নেদারল্যান্ডসের সামনে 287 রানের টার্গেট ৷ এ দিন পাকিস্তানের হয়ে 52 বলে 68 রান করেন তরুণ সাউদ শাকিল ৷ মহম্মদ রিজওয়ান 75 বলে 68 রান করেছেন ৷ এই দু’জনের 120 রানের পার্টনারশিপের দৌলতে 286 রান তুলছে পাকিস্তান ৷
এ দিন প্রথম পাওয়ার-প্লে অর্থাৎ, 10 ওভারের মধ্যেই প্রথম 3 উইকেট পড়ে যায় পাকিস্তানের ৷ যেখানে অধিনায়ক বাবর আজম মাত্র 5 রানে ড্রেসিংরুমে ফেরেন ৷ বিশ্বকাপে নামার আগেই পাকিস্তানের ওপেনিং নিয়ে প্রশ্ন ছিল ৷ বিশ্বকাপের প্রথম ম্যাচেও সেই প্রশ্নের জবাব পেল না পাকিস্তান ৷ দুই ওপেনার ফখর জামান (12) এবং ইমাম-উল-হক (15) ব্যর্থ ৷ অতিরিক্ত বাবর এবং রিজওয়ান নির্ভর পাকিস্তান ব্যাটিং তাই এ দিন ডাচদের সামনে আত্মসমর্পণ করে ৷