নয়াদিল্লি, 2 অগস্ট:15 অক্টোবর থেকে শুরু হচ্ছে নবরাত্রি ৷ ওই দিনই আমেদাবাদে রয়েছে ভারত বনাম পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ ৷ তাই নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে ৷ সেই কারণে আইসিসি-র কাছে ওই ম্যাচের দিন বদলের আবেদন করার কথা ভাবছিল বিসিসিআই ৷ তাছাড়া দিনকয়েক আগেই আইসিসিকে চিঠি দিয়ে 3টি দেশের ক্রিকেট বিশ্বকাপের সূচি বদলের অনুরোধ জানায়। আবেদন করা হয়েছিল যে, ওইদিন নবরাত্রি রয়েছে, তাই নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে ভারত-পাকিস্তান ম্যাচ যেন বদল করা হয় ৷ সেই সমস্ত দাবিকে সামনে রেখে এবং হাইভোল্টেজ ম্যাচের নিরাপত্তার প্রসঙ্গটিকে গুরুত্ব দিয়েই খেলার সময়সূচি বদল করা হয়েছে।
আরও পড়ুন:200 রানে ক্যারিবিয়ানদের হারিয়ে একদিনের সিরিজ পকেটে পুড়ল ভারত
নির্ধারিত 15 অক্টোবরের একদিন আগে 14 অক্টোবর দুই পড়শি দেশের দ্বৈরথ আয়োজিত হবে। মূলত নবরাত্রির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত বনাম পাকিস্তান ম্যাচ ছাড়াও আরও কিছু ম্যাচে সূচি বদল হতে পারে বলে আগেই জানিয়েছিলেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। তাই এই র বদলের পাশাপাশি আরও দু'টি ম্যাচের তারিখ পরিবর্তন হয়েছে ৷ তার মধ্যে আছে পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার ম্যাচ ৷ হায়দরাবাদে 12 অক্টোবর সেই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তার পরিবর্তে 10 অক্টোবর শ্রীলঙ্কার সঙ্গে খেলবে পাকিস্তান ৷ এছাড়াও, নয়া সূচি অনুযায়ী 6 অক্টোবর হায়দরাবাদে নেদারল্যান্ডের বিরুদ্ধে খেলবেন বাবর আজমরা ৷