ম্যাঞ্চেস্টার, 16 জুলাই: কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি ৷ যে ক্রিকেটার একটা সময় টেস্ট ও ওয়ান ডে মিলিয়ে বছরে গড়ে 7-8টি সেঞ্চুরি করতেন ৷ আজ প্রায় আড়াই বছর হয়ে গেল তাঁর ব্যাটে তিন অঙ্কের একটা ইনিংসও নেই আন্তর্জাতিক ক্রিকেটে (Optimistic Social Post of Virat Kohli Amidst Prolonged Lean Patch With Bat) ৷ পরিস্থিতি এমনই যে, বিরাটকে বাদ দিয়ে প্রথম একাদশ সাজানোর দাবি তুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা ৷ কঠিন এই পরিস্থিতির মধ্যেও অবিচল বিরাট ৷ শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় অর্থবহ ছবি পোস্ট করছেন বিরাট কোহলি ৷ যার ক্যাপশন দিয়েছেন, ‘দৃষ্টিভঙ্গি’ ৷
ইংল্যান্ড সিরিজের শেষ ওয়ান ডে খেলতে ম্যাঞ্চেস্টারে পৌঁছেছে ভারত ৷ সেখানেই একটি ওয়াল আর্টের সামনে বসে ছবি তুলেছেন বিরাট ৷ যেখানে ধূসর দেওয়ালে দু’টি সাদা ডানা আঁকা রয়েছে ৷ আর যার উপরের অংশে লেখা, ‘‘কী হবে, যদি আমি পড়ে যাই’’ এবং ঠিক বিপরীত তথা ইতিবাচক অর্থে ছবির নিচের অংশে লেখা- ‘‘ওহঃ, কিন্তু আপনি যদি উড়ে যান !’’ এই নেতিবাচক আর ইতিবাচক ভঙ্গির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরাট লিখেছেন- ‘প্রাসপেক্টিভ’ ৷ অর্থাৎ, দৃষ্টিভঙ্গি ৷ একটি বিষয়কে দু’রকমভাবে দেখার ক্ষমতা ৷