পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: 7 বছর পর ভারতে পাক দল, আগে খেলে গিয়েছেন স্কোয়াডের মাত্র দু’জন

ICC Cricket World Cup 2023: বিশ্বকাপ জয়ের লক্ষে 7 বছর পর আবার ভারতে পা রেখেছে পাকিস্তান দল ৷ শেষবার 2016 সালে শাহিদ আফ্রিদির নেতৃত্বে ভারতে এসেছিল তারা ৷ পাকিস্তান দলে মাত্র দু'জন খেলোয়াড় রয়েছেন যাদের ভারতে আগে খেলার অভিজ্ঞতা রয়েছে ৷

ICC World Cup 2023
7 বছর পর আবার এ দেশে পাক দল

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 4:56 PM IST

হায়দরাবাদ, 6 অক্টোবর:বিশ্বকাপের মহাযুদ্ধ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ বৃহস্পতিবার ইংল্যান্ডকে হারিয়ে তাঁদের বিশ্বকাপ সফর শুরু করেছে নিউজিল্যান্ড ৷ আর অন্যদিকে পাকিস্তান আজ মুখোমুখি নেদারল্যান্ডসের ৷ ভারত অবশ্য় সফর শুরু করতে চলেছে 8 অক্টোবর ৷ তাঁদের প্রথম প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ৷ তবে যে ম্যাচের জন্য এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষায় সকলে তা হল ভারত বনাম পাকিস্তান ম্যাচ ৷ 14 অক্টোবর ভারত লড়াইয়ে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী পাক শক্তির বিরুদ্ধে ৷

এই প্রথমবার সম্পূর্ণ বিশ্বকাপ আয়োজিত হচ্ছে ভারতের মাটিতে ৷ আর সেই কারণে সাত বছর পর আবার ভারতে পাক দল ৷ আমেদাবাদ ম্যাচের ফলাফলের দিকে তাই শুধু ভারত নয় তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব ৷ শেষবার পাকিস্তান দল ভারতে এসেছিল 2016 সালে ৷ শাহিদ আফ্রিদির দল সেবার ভারতের বিরুদ্ধে মাঠে নেমেছিল টি-20 বিশ্বকাপের আসরে ৷ দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের জেরে এই মুহূর্তে কোনও দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেয় না ভারত-পাকিস্তান ৷ শুধুমাত্র এশিয়ান ক্রিকেট কাউন্সিল অথবা আইসিসির কোনও ইভেন্ট থাকলে তবেই দেখা হয় এই দুই পক্ষের ৷

দেখতে গেলে পাকিস্তানে এই মুহূর্তে যে সমস্ত খেলোয়াড়রা রয়েছেন তাঁদের সিংহভাগ খেলোয়াড়েরই ভারতের মাটিতে ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই ৷ পাকিস্তান দলে মাত্র 2 জন এমন খেলোয়াড় রয়েছেন যাঁদের ভারত সফরের অভিজ্ঞতা রয়েছে ৷ 15 সদস্যের এই দলে কেবলমাত্র মহম্মদ নওয়াজ এবং সলমন আলি আগা ছাড়া আর কেউই কখনও ভারত সফর করেননি ৷

যদিও ভারতের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা মহম্মদ নওয়াজের নেই ৷ 2016 সালে শাহিদ আফ্রিদি নেতৃত্বাধীন দলের প্রথম একাদশে খেলার সুযোগ মেলেনি নওয়াজের ৷ অন্যদিকে সলমন ভারতে এসেছিলেন 2014 সালে ৷ তবে জাতীয় দলের হয়ে নয় ৷ চ্যাম্পিয়নস লিগ টি-20 টুর্নামেন্টে তিনি খেলেছিলেন লাহোর লায়ন্স টিমের হয়ে ৷ চেন্নাইয়ের চিন্নস্বামী স্টেডিয়ামে ডলফিনসের বিরুদ্ধে একটি ম্যাচে প্রতিনিধিত্ব করেন তিনি ৷

যদিও পাক দল এই মুহূর্তে তেমন দুর্বল নয় ৷ বরং ভারতকেও মাঝেমধ্য়ে বিপদে ফেলে দিতে সক্ষম বাবরের আজমের দল ৷ তবে আবার সাম্প্রতিক অতীতে এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে বেশ বড় হার স্বীকার করতে হয়েছে পাক দলকে ৷ তাই 14 অক্টোবর আমেদাবাদে কেমন জমবে লড়াই সেদিকেই এখন তাকিয়ে সকলে ৷

আরও পড়ুন:ডাচদের বিরুদ্ধে ডুবল বাবরদের টপ অর্ডার, প্রথম ম্যাচেই খাবি খাচ্ছে পাকিস্তান

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেট-রক্ষক), ইমাম-উল-হক, ফকর জামান, হারিস রউফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, ইফতিকার আহমেদ, মহম্মদ নওয়াজ, শাদাব খান, হাসান আলি, সৌদ শাকিল, সলমন আলি আগা, উসমান মীর ও আবদুল্লাহ শফিক

ABOUT THE AUTHOR

...view details