পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Bhuvneshwar Kumar : আইপিএলের পর পাকিস্তান ম্যাচ নিয়ে ভাবব : ভুবনেশ্বর কুমার - আইসিসি টি-20 বিশ্বকাপ

ওমান ও আরব আমিরশাহিতে আগামী 17 অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-20 ক্রিকেটের মহাযজ্ঞ ৷ আজ তারই গ্রুপ বিন্যাস হল ৷ গ্রুপ পর্যায়েই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত ৷

ভুবনেশ্বর কুমার
ভুবনেশ্বর কুমার

By

Published : Jul 16, 2021, 8:35 PM IST

কলম্বো, 16 জুলাই : ভারত বনাম পাকিস্তান ম্যাচ সবসময় পেসার গেম ৷ তবে ভারতীয় দল এখনই এসব নিয়ে ভাবছে না ৷ এখনই টি-20 বিশ্বকাপ নিয়েও ভাবছেন না বিরাট কোহলির ভারত ৷ কারণ তার আগে একাধিক ম্যাচ খেলবে ভারতীয় দল ৷ এমনটাই মত ভারতের অন্যতম সেরা বোলার ভুবনেশ্বর কুমারের ৷

ওমান ও আরব আমিরশাহিতে আগামী 17 অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-20 ক্রিকেটের মহাযজ্ঞ ৷ আজ তারই গ্রুপ বিন্যাস হল ৷ গ্রুপ পর্যায়েই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত ৷

আজ সাংবাদিক বৈঠকে ভুবনেশ্বর বলেন, ‘‘ পাকিস্তানের বিরুদ্ধে খেলা সবসময় উত্তেজক ৷ এটা সবসময় চাপের ম্যাচ ৷ তাই এটাও সেইরকমই হতে চলেছে ৷ কিন্তু সত্যি বলতে কি আমরা এই ব্যাপারে ভাবছি না ৷ কারণ মেগা টুর্নামেন্টের আগে আরও অনেক খেলা আমাদের বাকি আছে ৷ আমাদের শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা আছে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় আছে, এবং অবশ্যই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আছে ৷

আরও পড়ুন : T20 WC : জমে যাবে লড়াই, গ্রুপ পর্বে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান

আজকের গ্রুপ বিন্যাস অনুযায়ী গ্রুপ 2 এ আছে ভারত ও পাকিস্তান ৷ একইসঙ্গে একই গ্রুপে আছে নিউজ়িল্যান্ড ও আফগানিস্তান ৷ যোগ্যতা নির্ণয়কারী রাউন্ড থেকে দুটি গ্রুপে মোট চারটি দল মূল রাউন্ডে খেলবে ৷

ABOUT THE AUTHOR

...view details