পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Virat Kohli 15 Years in International Cricket: 'বিরাট অধ্যায়'! ভারতীয় ক্রিকেটে 15 বছর পূরণ করলেন কোহলি - Modern day great

Virat Kohli International Debut on 18 August 2008: বিশ্ব ক্রিকেট তাঁকে ডাকে ‘মর্ডান ডে গ্রেট’ নামে ৷ সেই বিরাট কোহলির আজ 15 বছর পূর্ণ করলেন আন্তর্জাতিক ক্রিকেটে ৷

Virat Kohli 15 Years of International Cricket ETV BHARAT
Virat Kohli 15 Years of International Cricket

By

Published : Aug 18, 2023, 6:23 PM IST

Updated : Aug 18, 2023, 11:01 PM IST

নয়াদিল্লি, 18 অগস্ট: 2008 সালের 18 অগস্ট ভারতীয় ক্রিকেটে আরও এক নক্ষত্রে আবির্ভাব হয়েছিল ৷ তিনি বিরাট কোহলি ৷ তখনকার 20 বছরের সেই তরুণ তুর্কি আজ 15 বছর পর ‘দ্য গ্রেট বিরাট কোহলি’ ৷ রেকর্ড ভাঙা এবং রেকর্ড গড়া তাঁর কাছে ‘ব্রেড অ্যান্ড বাটার’ ৷ তবে, এই গ্রেট হওয়ার রাস্তায় হাজারও ওঠাপড়া ও সমালোচনা ছিল ৷ সেই সবকে সঙ্গে নিয়ে নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন বিরাট ৷ যাঁর নামে আজও আশায় বুক বাঁধে দেড়শো কোটির দেশ ৷ সেই বিরাট কোহলির আজ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের 15 বছর পূর্ণ হল ৷

2007 অনুর্ধ্ব-19 বিশ্বকাপের মঞ্চে প্রথমবার তাঁকে চিনেছিল ভারতীয় তথা বিশ্ব ক্রিকেট ৷ সেঞ্চুরি-সহ 6 ম্যাচে 235 রান শুধু নয় ৷ অধিনায়ক হিসেবে মহম্মদ কাইফের পর দ্বিতীয়বার ভারতকে অনুর্ধ্ব-19 বিশ্বকাপ জিতিয়েছিলেন ৷ তার পর 2008 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে বিরাট প্রথম ভারতীয় দলের হয়ে সুযোগ পান ৷ প্রথম ম্যাচে দিল্লির সিনিয়র পার্টনার গৌতম গম্ভীরের সঙ্গে ওপেন করতে নামেন ৷ কিন্তু, মাত্র 12 রান-আউট হয়ে যান ওয়ান ডে অভিষেকে ৷ সেই সিরিজে বিরাট 5 ম্যাচে 159 রান করেছিলেন 31.80 গড়ে ৷ শেষ ম্যাচে একটি হাফসেঞ্চুরি ছিল তাঁর প্রাপ্তি ৷

ভারতীয় ক্রিকেটে 15 বছর পূরণ করলেন কোহলি

তবে, এই শ্রীলঙ্কার বিরুদ্ধেই নিজের ওয়ান ডে তথা আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি ৷ সেখানেও তাঁর পার্টনার ছিল গৌতম গম্ভীর ৷ 2009 সালের 24 ডিসেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে দুই দিল্লিওয়ালা সেঞ্চুরি করেছিলেন ৷ 11টি চার এবং 1 ছয় মেরে বিরাট 114 বলে 107 রান করেছিলেন ৷ সেদিন যে এক্সিলেটরে চাপ দিয়েছিলেন, তা একটানা অনেকদিন একই গতিতে চলেছিল ৷ তবে, মাঝে মধ্যে স্পিড ব্রেকার অবশ্যই এসেছে ৷ এমনকি 2019 সালের ডিসেম্বর মাসের পর লম্বা সাড়ে 3 বছর সেঞ্চুরির খরা দেখা দিয়েছিল ৷ কিন্তু, কিং কোহলি দমে যাননি ৷

তবে, সেঞ্চুরি পাওয়া বা না পাওয়ায় বিশ্ব ক্রিকেট বিরাটের কৃতিত্বকে কখনই অস্বীকার করতে পারবে না ৷ বিশেষত, ওয়ান ডে ক্রিকেটে ৷ 275 ওয়ান ডে ম্যাচে 46টি সেঞ্চুরি এবং 65টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর ৷ 57.32 গড়ে মোট রান 12 হাজার 898 রান করেছেন বিরাট ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধেই 183 রান বিরাটের ওয়ান ডে কেরিয়ারে সেরা ইনিংস ৷

আরও পড়ুন:আরও বেশি ম্যাচ প্র্যাকটিস প্রয়োজন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে ফেরার আগে মত বুমরার

ওয়ান ডে-র পাশাপাশি টেস্ট ক্রিকেটেও সমানভাবে সফল বিরাট ৷ 111 টেস্ট ম্যাচজে 29 সেঞ্চুরি এবং সমসংখ্যক হাফসেঞ্চুরি করেছেন মডার্ন ডে গ্রেট ৷ 49.29 গড়ে 8 হাজার 676 রান করেছেন তিনি ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে 254 রানের ইনিংস বিরাটের কেরিয়ার সেরা ৷ রেকর্ডের নিরিখে একমাত্র তাঁর আগে রয়েছেন ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের আরেক গ্রেট সচিন তেন্ডুলকর ৷ তিনি ছাড়া রেকর্ডের আগে বিরাটের আগে থাকা ক্রিকেটারের সংখ্যা প্রায় না এর সমান ৷ তবে, অধিনায়ক হিসেবে দু’টি আইসিসি ট্রফির ফাইনাল খেললেও, তা জিততে পারেননি ৷ এই আক্ষেপ হয়তো থাকবে বিরাটের ৷ তবে, ক্রিকেটার বিরাট আজও ভারতীয় ক্রিকেটে সেই শুরুর দিনের মতো, বলতে গেলে আরও বেশি নিজের সেবা প্রদান করছেন ৷

Last Updated : Aug 18, 2023, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details