লন্ডন, 25 জুন :হাতে পুঁজি মাত্র 183 রান, তায় সামনে ক্যারিবিয়ান দৈত্যরা ৷ 39 বছর আগের বিকেলে অতি বড় সমর্থক স্বপ্নেও ভাবেননি, ইতিহাস গড়বেন অমরনাথ, গাভাসকররা ৷ গর্ডন গ্রিনিচ, ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েড, ল্যারি গোমস সম্বলিত ব্যাটিং লাইন-আপ যে ‘মাত্র’ কয়েকটা রান করার আগেই মাটি ধরবে, সেদিন ম্যাচ শেষের আগে ভাবেননি স্বয়ং কপিলদেবও ৷ ‘হরিয়ানা হ্যারিকেন’ পরে বেশ কিছু সাক্ষাৎকারে তা স্বীকারও করেছেন (Team India captured its maiden Cricket World Cup title) ৷
যদিও ক্রিকেটের মক্কায় শেষ পর্যন্ত বাজিমাত করেছিল ‘কপিল অ্যান্ড কোং’ ৷ প্রুডেনশিয়াল কাপ জিতে ক্রিকেট মক্কায় নতুন যুগের শিরোনাম লিখেছিল ভারতীয় দল ৷ তারপর কেটে গিয়েছে প্রায় চার যুগ ৷ 28 বছর পর ফের বিশ্বকাপ ঘরে এলেও ভারতীয় ক্রিকেটের আকাশে নতুন সূর্যের উদয় বলতে 39 বছর আগের ওই দিনটিকেই বোঝেন ক্রিকেটপ্রেমীরা ৷
1975, 1979 ৷ পরপর দু'বার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত ৷ ফলে 83’তে কপিলদের আন্ডারডগের তকমাটাও দেননি ক্রিকেটবোদ্ধারাও ৷ চারটি জয়, দু’টি হারের পর গ্রুপ পর্বের গেরো টপকেছিলেন মদনলাল, অমরনাথরা ৷ প্রাথমিক পর্বে কপিলরা হারিয়েছিলেন জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়াকে ৷ ফলে কোনও সমীকরণে না-থাকা ভারত অচিরেই হয়ে উঠেছিল জায়ান্ট কিলার ৷