লন্ডন, 10 জুন : আগেই সাসপেন্ড হয়েছেন ৷ এবার ক্রিকেট থেকে কিছুদিনের বিরতি নিলেন ওলি রবিসন ৷ আট বছর আগে করা তাঁর একটি টুইট ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ বর্ণবিদ্বেষমূলক ও যৌনতামূলক শব্দ টুইট করেন বলে অভিযোগ ৷ এরপরই তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাসপেন্ড করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ৷ তবে পুরো বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ ৷
সপ্তাহ খানেক আগে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে নিজের অভিষেক ম্যাচ খেলেন রবিসন ৷ সেই ম্যাচই তাঁর শেষ ম্যাচ হয়ে দাঁড়ায় ৷ নেমে আসে নির্বাসনের খাঁড়া ৷ তাঁর সাসপেনশনের পর পরিবর্ত ক্রিকেটার হিসেবে ইংল্যান্ড দলে যোগ দেন ওলি স্টোন ৷