পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সেঞ্চুরির খরা দ্রুত কাটিয়ে উঠবেন বিরাট, আশাবাদী বাঙ্গার

2020 সালের ক্রিকেট ক্যালেন্ডারে একটিও সেঞ্চুরি করতে পারেননি ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করার পর প্রথমবার যা বিরাটের সঙ্গে ঘটেছে ৷

By

Published : Jun 25, 2021, 9:35 PM IST

off-form-Virat Kohlis-test-century-drought-continues from 2019
সেঞ্চুরির খরা অব্যাহত অধিনায়ক বিরাটের ব্যাটে

নয়াদিল্লি, 25 জুন : টেস্ট ক্রিকেট এবং আন্তর্জাতিক ওয়ান’ডে-তে বিরাট কোহলির ফর্ম গত দেড় বছরে তলানিতে ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর বেশি করে আলোচনায় উঠে আসতে শুরু করেছে ৷ তাঁর শেষ আন্তর্জাতিক সেঞ্চুরি এসেছিল 2019 সালে কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে ৷ যা ভারতের মাটিতে প্রথম আন্তর্জাতিক দিনরাতের টেস্ট ম্যাচ ছিল ৷ 2019 সালের নভেম্বর মাসে সেই টেস্টে শেষবার সেঞ্চুরি করেছিলেন তিনি ৷ আর তার পর থেকেই বিরাট কোহলির টেস্ট ম্যাচ গড় 24.64 এবং ওয়ান’ডে ম্যাচে গড় 43.26 ৷ যা গত শেষ কয়েকবছরে বিরাটের পর্যায়ের পারফর্মেন্স নয় ৷

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় বিশ্বের সর্বাধিক সেঞ্চুরি করা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার ভাল রকম সুযোগ এবং সময় কোহিলর কাছে রয়েছে ৷ এমনকি ওয়ান’ডে-তে বর্তমানে মাস্টার ব্লাস্টার সচিনের 49টি সেঞ্চুরি ছোঁয়া থেকে মাত্র 6 কদম দূরে রয়েছেন ভারত অধিনায়ক ৷ কিন্তু, আশ্চর্যজনকভাবে 2020 সালের ক্রিকেট ক্যালেন্ডারে একটিও সেঞ্চুরি করতে পারেননি বিরাট কোহলি ৷ 2008 সালে বিরাটের আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর থেকে প্রথমবার কোনও একটি বছরে একটাও সেঞ্চুরি নেই মর্ডান ডে মাস্টারের ব্যাটে ৷

2019 নভেম্বর কলকাতা টেস্টের পর থেকে টেস্টে মাত্র 3টি হাফ সেঞ্চুরি করেছেন বিরাট ৷ সেই সময় থেকে 14 ইনিংসে মাত্র 24.64 গড়ে রান করেছেন তিনি ৷ যা তাঁর কেরিয়ারের গড়েও প্রভাব ফেলেছে ৷ কিন্তু, আলোচ্য বিষয় হল বিরাট কোহলিকে কখনই ব্যাটিং করার সময় ছন্দহীন বলে মনে হয়নি ৷ উদাহরণ স্বরূপ বলা যায়, এ বছর চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে 72 এবং 62 রান করেছেন তিনি ৷ এই হাফ সেঞ্চুরি দু’টি করেছিলেন কঠিন সময়ে ৷ এমনকি পিচের অবস্থাও ব্যাটিং অনুকূল ছিল না ৷ এমনকি অস্ট্রেলিয়ায় অ্যাডিলেডে প্রথম টেস্টে তাঁর হাফ সেঞ্চুরি ভারতকে প্রথম ইনিংসে এগিয়ে থাকতে সাহায্য করেছিল ৷

আরও পড়ুন : On this day in 1983: প্রথম বিশ্ব জয়ের 38 বছরে কোহলির কপিল হওয়া হল না

2019 সালের পর থেকে 15টি আন্তর্জাতিক ওয়ান’ডে ম্যাচ খেলেছেন কোহলি ৷ যেখানে 43.26 গড়ে 649 রান করেছেন তিনি ৷ প্রসঙ্গত, টেস্ট ম্যাচ বাদ দিলে ওয়ান’ডে-তে 8টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি ৷ কিন্তু, টেস্ট সেঞ্চুরি পাননি ৷ এ নিয়ে ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, সেঞ্চুরির এই খরা বিরাটের মাথাতেও সম্ভবত রয়েছে ৷ তবে, বিরাট বিষয়টি থেকে বেরিয়ে আসবেন বলে মনে করেন তিনি ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম ইনিংসে বিরাটের ব্যাটিংয়ের কথা তুলে ধরেন ৷ প্রথম ইনিংসে ভারত অধিনায়ক দারুণ ছন্দে ব্যাট করছিলেন ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট ভাল খেলবেন বলে মনে করেন ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ ৷

ABOUT THE AUTHOR

...view details