লন্ডন, 12 জুন: নিজেদের যোগ্যতা এবং ক্ষমতা অনুযায়ী খেলতে পারেননি ভারতীয় ব্যাটিংয়ের তিন, চার ও পাঁচ নম্বর ব্যাটাররা ৷ সরাসরি না হলেও, এভাবেই পূজারা, কোহলি এবং রাহানেদের ব্যাটিং নিয়ে প্রশ্ন তুললেন কোচ রাহুল দ্রাবিড় ৷ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের জবাবে, দলের বিশ্বমানের ব্যাটারদের মনোভাব নিয়ে সওয়াল করলেন তিনি ৷ এমনকি গত 2 বছরে বিদেশে ভারতীয় ব্যাটারদের খারাপ পারফর্ম্যান্সে ফের একবার পিচকে দায়ী করলেন রাহুল ৷
ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ের সাক্ষাৎকার নেন ৷ গত কয়েক বছরে 25-26 ম্যাচে ভারতের 1 থেকে 5 নম্বর ব্যাটাররা কেন ব্যর্থ ? রাহুলের সামনে এই প্রশ্ন রাখেন সৌরভ ৷ এমনকি রাহুল ভারতীয় কোচ হিসেবে দায়িত্ব নিয়ে বলেছিলেন, টেস্ট ম্যাচ জিততে হলে, বোলারদের স্কোরবোর্ডে রান দিতে হবে ব্যাটারদের ৷ কিন্তু, সেই কাজটা কেন করতে পারছেন না ব্যাটাররা ? রাহুলকে একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ করেন তাঁর প্রাক্তন অধিনায়ক ৷
আর এ নিয়ে রাহুলের জবাব, ভারতের ব্যাটিং অর্ডারে এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন, যাঁরা আগামিদিনে গ্রেট হিসেবে পরিচিতি পাবেন ৷ এই ক্রিকেটারদের নিজেদের বুঝতে হবে, কোথায় ভুল হচ্ছে ৷ রাহুল বলেন, ‘‘ভারতীয় দলে 3, 4 ও 5 নম্বরে যাঁরা রয়েছেন, তাঁরা এক একজন সেরা ৷ কিন্তু, এই ম্যাচে তাঁরা নিজেদের সেই মানের পারফর্ম্যান্স দিতে পারেননি ৷ আর সেটা তাঁরা নিজেরাও জানেন ৷ কিন্তু, আমরা সেটা নিয়ে কাজ করছি ৷’’