মোহালি, 22 সেপ্টেম্বর: আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনম্যাচের সিরিজের প্রথম ওয়ান-ডে খেলতে নামছে ভারত ৷ মোহালির পাটা উইকেটে নামবে ভারত ৷ বিশ্বকাপের আগে এই সিরিজেই ভারতের ওয়ান-ডে দলে প্রত্যাবর্তন করছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ প্রত্যাবর্তনে ক্রিকেটের সীমিত ওভারের এই ফরম্যাট নিয়ে অশ্বিন জানালেন, ওডিআই-তে স্পিন বোলিং শুধুমাত্র বল স্পিন করানোর খেলা নয় ৷ এখন ওয়ান-ডে ক্রিকেটে কোন অ্যাংগেল থেকে বল স্পিন হচ্ছে ? সেটাও গুরুত্বপূর্ণ ৷
আজকের সম্ভাব্য একাদশে অশ্বিনকে অটোমেটিক চয়েস হিসেবেই ধরা হচ্ছে ৷ অন্তত অক্ষর প্যাটেল ফিট না হলে, বিশ্বকাপে তাঁকে দলে সামিল করতে হলে, এই সিরিজের তিনম্যাচে অভিজ্ঞ অফ স্পিনারকে দেখে নিতেই হবে টিম ম্যানেজমেন্টের ৷ আর সেক্ষেত্রে অশ্বিনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোহালির উইকেট ৷ মরশুমের শুরুতে মোহালির ফ্রেশ উইকেটে অজিদের সামনে উইকেট তোলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাঁর সামনে ৷ আর তাই প্রত্যাবর্তনে কী বিশেষত্ব আনছেন অশ্বিন ? যা তাঁকে এই সিরিজে সাফল্য এনে দিতে পারে ৷
বিসিসিআই টিভি-কে অফ স্পিনার বলেন, ‘‘এটা আমার কাছে বড় একটা সুযোগ ৷ আমি নতুন কিছু নিয়ে আসছি ক্রিকেট মাঠে ৷ যেটা আমার ক্ষেত্রেও একেবারে নতুন হতে চলেছে ৷ আমি বিভিন্ন দিক থেকে আমার বোলিং নিয়ে কাজ করেছিল ৷ কারণ, ওয়ান-ডে ক্রিকেটে এখন আর শুধুমাত্র বল স্পিন করালেই হয় না ৷ স্পিন করানো অ্যাংগেল বা কোণ ও অন্যান্য বিষয়ও খুব জরুরি হয়ে পড়েছে ৷’’