পশ্চিমবঙ্গ

west bengal

ICC World Cup 2023: 'এবার আর কাজ অসম্পূর্ণ রাখতে চাই না', বিশ্বকাপের সফর শুরুর আগে বললেন রোহিত

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 8:01 PM IST

2023 বিশ্বকাপে ভারতের যাত্রা শুরু হতে চলেছে আগামী রবিবার ৷ তার আগে প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে ম্যাচ নিয় মুখ খুললেন রোহিত শর্মা ৷ ভারতীয় দলের অধিনায়কের সাংবাদিক বৈঠকের বিশ্লেষণ করলেন ইটিভি ভারতের প্রতিনিধি মীনাক্ষী রাও ৷

ICC World Cup 2023
বিশ্বকাপের সফর শুরুর আগে মুখ খুললেন রোহিত

চেন্নাই, 7 অক্টোবর:2007 সালে ভারতের বিশ্বজয়ী টি-20 দলের অংশ ছিলেন বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ কিন্তু 2011 সালে ভারত যখন একদিনের ম্যাচে বিশ্বজয়ের খেতাব লাভ করে তখন সেই দলে ছিলেন না 'হিটম্যান' ৷ বয়স এখন 36 বছর ৷ হয়তো অধিনায়ক হিসাবে দলকে বিশ্বকাপ জেতানোর এটাই শেষ সুযোগ তাঁর কাছে ৷ আইপিএল ট্রফি তাঁর ক্যাবিনেটে রয়েছে অনেকগুলোই ৷ কিন্তু এখন লক্ষ্য় একটাই, বিশ্বজয় ৷ পুরোপুরি প্রস্তুতও রয়েছেন তিনি ৷ প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে সেই নিয়েই আলোচনা করলেন রোহিত ৷

তিনি বলেন, "বিশ্বকাপ দলের অধিনায়কত্ব আমার জন্য় ভীষণ সম্মানের ৷ আর আমি কোনও কাজ অসম্পূর্ণ রেখে যেতে চাই না ৷ (ক্রিকেট মাঠের) সবার সেরা মানুষটিরও(সচিন তেন্ডুলকর) মনে হয়েছিল একে(নামের পাশের বিশ্বকাপ জয়ের খেতাব না থাকা) বলে কাজ অসম্পূর্ণ রেখে চলে যাওয়া ৷ আমার মতে 50 ওভারের বিশ্বকাপ হল ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট ৷ তাই এটা আমার কাছে বড় বিষয় ৷ একজন ক্রিকেটারের কেরিয়ারে বিশ্বকাপ জয় হল সবচেয়ে বড় পুরস্কার ৷"

তিনি আরও বলন, "মরিয়া ভাবটা আপনাকে আরও অনেককিছুর দিকে টেনে নিয়ে যেতে পারে ৷ খিদেটা থাকা ভালো ৷ কিন্তু ম্যাচ জয় এবং বিশ্বকাপ জয়ের ভারসাম্য বজায় রাখাটাই হল সবচেয়ে বড় বিষয় ৷ সৌভাগ্য যে আমাদের অভিজ্ঞতা রয়েছে আর আমরা জানি কীভাবে গণ্ডির মধ্যে থাকতে হয় ৷ সত্যি কথা বলতে ভগবানের ওপরেও অনেকখানি ছাড়তেই হয় কারণ ভাগ্যেরও একটা বড় ভূমিকা থাকে ৷"

শুধু রোহিত নয়, রবিচন্দ্রন অশ্বিন বা বিরাট কোহলির জন্য়ও পরের বিশ্বকাপে সুযোগ কতখানি থাকবে, তা বলা মুশকিল ৷ হয়তো পরের বিশ্বকাপে রোহিতকে দেখা যাবে ধারাভাষ্যকার হিসাবে সচিনের পাশের আসনে ৷ অথবা হয়তো বিরাট বা রবিচন্দ্রন অশ্বিনকে ৷ তাই এবারের বিশ্বকাপটা অনেকের কাছেই শেষ সুযোগ হতে চলেছে ৷

আরও পড়ুন:ধরমশালায় ব্যাটে বলে নায়ক মিরাজ! জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

রোহিত বলেন, "দক্ষতার ক্ষেত্রে দেখতে হলে আমরা ভীষণ আত্মবিশ্বাসী ৷ অতীতে কী করেছি তার কোনও মূল্য নেই ৷ আমাদের ভালো খেলতে হবে ৷ (অতীতে হারুক বা জিতুক) অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াই ৷ ওরা কীভাবে খেলবে তা আমরাও জানি ৷ আমরা আমাদের শক্তির দিকে নজর দেব ৷ আর আমাদের মূল্যায়ণটা সঠিকভাবে করতে হবে ৷ চিপকের পিচ চ্যালেঞ্জিং হতে পারে ৷ তাই আমাদের বুঝতে হবে আমরা কীভাবে খেলব? কোন লাইন বা লেংথে বোলিং করব আর কোন ধরনের শট বেশি খেলব ৷"

অজি অধিনায়ক প্যাট কামিন্সের মতো রোহিতও সেই দলে বিশ্বাসী যেখানে অনেক ধরনের খেলোয়াড় আছে ৷ তাঁর দাবি দল চাপের মুখে দলকে সামলাতে তাঁর কোনও সমস্য়া হয়না ৷ কারণ দলে বিভিন্ন ধরনের খেলোয়াড় রয়েছেন ৷ তাঁরা পরিস্থিতি সামাল দিতেও দক্ষ ৷ তিনি এও জানান, প্রত্যাশার চাপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা জানা কথা ৷ কিন্তু তা সামলাতেও তাঁরা প্রস্তুত ৷

আরও পড়ুন:বিশ্বকাপে দ্রুততম শতরানের রেকর্ড মার্করামের, রানের পাহাড়ে প্রোটিয়াবাহিনী

তিনি দলের ওপেনারও বটে আবার অধিনায়কও ৷ চাপটা কেমন? জানতে চাইলে রোহিত বলেন, "দু'টো একেবারে আলাদা ৷ এখানেই তো 16 বছর ক্রিকেট খেলার অভিজ্ঞতা কাজে লাগে ৷ চাপ আপনি কীভাবে সামলাবেন? আমার মতে, এর জন্য় মানসিক শক্তি প্রয়োজন ৷ তাই এটা নিয়ে কথা বলার কোনও মানে নেই ৷ সমস্ত বিষয়টাকে জটিল না-করাই ভালো ৷ আমার মতে, টিম হিসাবে আমরা কী করতে পারি আমাদের সেটুকুই লক্ষ্য হওয়া উচিত ৷"

ABOUT THE AUTHOR

...view details