চেন্নাই, 7 অক্টোবর:2007 সালে ভারতের বিশ্বজয়ী টি-20 দলের অংশ ছিলেন বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ কিন্তু 2011 সালে ভারত যখন একদিনের ম্যাচে বিশ্বজয়ের খেতাব লাভ করে তখন সেই দলে ছিলেন না 'হিটম্যান' ৷ বয়স এখন 36 বছর ৷ হয়তো অধিনায়ক হিসাবে দলকে বিশ্বকাপ জেতানোর এটাই শেষ সুযোগ তাঁর কাছে ৷ আইপিএল ট্রফি তাঁর ক্যাবিনেটে রয়েছে অনেকগুলোই ৷ কিন্তু এখন লক্ষ্য় একটাই, বিশ্বজয় ৷ পুরোপুরি প্রস্তুতও রয়েছেন তিনি ৷ প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে সেই নিয়েই আলোচনা করলেন রোহিত ৷
তিনি বলেন, "বিশ্বকাপ দলের অধিনায়কত্ব আমার জন্য় ভীষণ সম্মানের ৷ আর আমি কোনও কাজ অসম্পূর্ণ রেখে যেতে চাই না ৷ (ক্রিকেট মাঠের) সবার সেরা মানুষটিরও(সচিন তেন্ডুলকর) মনে হয়েছিল একে(নামের পাশের বিশ্বকাপ জয়ের খেতাব না থাকা) বলে কাজ অসম্পূর্ণ রেখে চলে যাওয়া ৷ আমার মতে 50 ওভারের বিশ্বকাপ হল ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট ৷ তাই এটা আমার কাছে বড় বিষয় ৷ একজন ক্রিকেটারের কেরিয়ারে বিশ্বকাপ জয় হল সবচেয়ে বড় পুরস্কার ৷"
তিনি আরও বলন, "মরিয়া ভাবটা আপনাকে আরও অনেককিছুর দিকে টেনে নিয়ে যেতে পারে ৷ খিদেটা থাকা ভালো ৷ কিন্তু ম্যাচ জয় এবং বিশ্বকাপ জয়ের ভারসাম্য বজায় রাখাটাই হল সবচেয়ে বড় বিষয় ৷ সৌভাগ্য যে আমাদের অভিজ্ঞতা রয়েছে আর আমরা জানি কীভাবে গণ্ডির মধ্যে থাকতে হয় ৷ সত্যি কথা বলতে ভগবানের ওপরেও অনেকখানি ছাড়তেই হয় কারণ ভাগ্যেরও একটা বড় ভূমিকা থাকে ৷"
শুধু রোহিত নয়, রবিচন্দ্রন অশ্বিন বা বিরাট কোহলির জন্য়ও পরের বিশ্বকাপে সুযোগ কতখানি থাকবে, তা বলা মুশকিল ৷ হয়তো পরের বিশ্বকাপে রোহিতকে দেখা যাবে ধারাভাষ্যকার হিসাবে সচিনের পাশের আসনে ৷ অথবা হয়তো বিরাট বা রবিচন্দ্রন অশ্বিনকে ৷ তাই এবারের বিশ্বকাপটা অনেকের কাছেই শেষ সুযোগ হতে চলেছে ৷