পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Virat and Anushka on Vamika : ক্যামেরাবন্দি হচ্ছিলেন জানতেন না! ভামিকার ছবি প্রকাশ না করতে অনুরোধ বিরুষ্কার - Virat and Anushka on Vamika

ভামিকার ছবি শেয়ার না করার অনুরোধ বিরাট ও অনুষ্কার ৷ কেপটাউনের মাঠে মেয়ে ভামিকার ক্যামেরাবন্দি হওয়ার বিষয়টি জানতে না বলে জানিয়েছেন এই দুই তারকা জুটি (Virat Kohli on Viral Photo of Daughter Vamika) ৷ তাই মেয়েকে নিয়ে আগের অবস্থানে রয়েছেন জানিয়ে, তার ছবি তোলা এবং শেয়ার না করার অনুরোধ করেছেন বিরুষ্কা (Not Click or Share Vamikas Photo Request by Virushka) ৷

Not Click or Share Vamikas Photo Virat and Anushka Request Their Fans and Media
Not Click or Share Vamikas Photo Virat and Anushka Request Their Fans and Media

By

Published : Jan 24, 2022, 2:41 PM IST

কেপটাউন, 24 জানুয়ারি : ম্যাচ চলাকালীন যে মেয়ের ছবি যে সম্প্রচার হয়েছে তা জানতেন না বিরাট এবং অনুষ্কা ৷ ভামিকার ছবি ভাইরাল হওয়া নিয়ে এমনটাই জানালেন ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli on Viral Photo of Daughter Vamika ) ৷ পাশাপাশি বিরাট এবং অনুষ্কা আগের মতোই আবেদন করেছেন, তাঁদের মেয়ে ভামিকার ছবি যাতে তোলা এবং পোস্ট করা না হয় ৷

প্রসঙ্গত, রবিবার কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ চলাকালীন সম্প্রচারকারী চ্যানেলে অনুষ্কার কোলে তাঁর মেয়ে ভামিকাকে দেখা যায় ৷ প্রথমবার ক্যামেরা ধরা পড়ে বিরুষ্কা কন্যা ৷ সেই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি ৷ তবে, সম্প্রচারকারী চ্যানেল যে ভামিকাকে লেন্সবন্দি করেছে তা নাকি অনুষ্কা বা বিরাট কেউ জানতেন না ৷ তাই নিয়েই এবার সকল সংবাদমাধ্যম এবং অনুরাগীদের ভামিকার ছবি তুলতে এবং শেয়ার না করতে অনুরোধ করেছেন তারকা জুটি (Not Click or Share Vamikas Photo Request by Virushka) ৷

বিরাট ও অনুষ্কা ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন, ‘‘বন্ধুরা! আমরা জানতে পেরেছি গতকাল স্টেডিয়ামে আমাদের মেয়ের ছবি তোলা হয়েছে এবং তার পর সেটি ব্যাপকভাবে শেয়ার হয়েছে ৷ আমরা সবাইকে জানাতে চাই যে, আমরা জানতাম না ক্যামেরা আমাদের তাক করে রয়েছে এবং অজান্তেই ছবি তোলা হয়েছে ৷ এ বিষয়ে আমাদের অবস্থান এবং অনুরোধ আগের মতোই রয়েছে এবং থাকবে ৷ এর আগে জানানো কারণ মতো, আমাদের মেয়ে ভামিকার ছবি তোলা এবং প্রকাশ না করলে আমরা বাধিত থাকব ৷ ধন্যবাদ !’’

মেয়ের ভাইরাল ছবি নিয়ে বিরাটের ইনস্টাগ্রাম স্টোরি

আরও পড়ুন : Vamika celebrates Virat half century : ভিআইপি বক্সে বাবার অর্ধশতরান সেলিব্রেট ভামিকার, প্রকাশ্যে বিরাট-কন্যা

তবে, সমালোচকদের যুক্তি একটা আন্তর্জাতিক ম্যাচ সরাসরি সম্প্রচার হচ্ছে টিভি এবং ওটিটি প্ল্যাটফর্মে, তাও আবার বিদেশের মাটিতে ৷ সেখানে কোনও আগল ছাড়াই অনুষ্কা ভিভিআইপি ব্যালকনিতে মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিলেন ৷ সেই ছবি যে ক্যামেরাম্যান তাঁর লেন্সবন্দি করবেন, সেটাই স্বাভাবিক ৷ আর ভামিকা যে সে কেউ নয় ৷ সে বিশ্ব ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার মেয়ে ৷

ভামিকার যে ছবি সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে ভাইরাল হয়েছে, তা দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিংয়ের সময় ৷ যখন বিরাট অর্ধশতরান করে ব্যাট কোলে নিয়ে দোল খাইয়ে নিজের ইনিংস মেয়েকে উৎসর্গ করেন ৷ বিরাটের ওই ভঙ্গির পরেই টিভি ক্যামেরা ব্যালকনিতে অনুষ্কা এবং ভামিকাকে তাক করে ৷ তবে, তার আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময়ও ভামিকাকে লেন্সবন্দি করেছিল সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরা ৷ তখন দক্ষিণ আফ্রিকার ব্যাটার কুইন্টন ডি’কক তাঁর শতরানের দোরগোড়ায় ছিলেন ৷ তবে, সেটা কয়েক মুহূর্তের জন্য হওয়ায়, সেভাবে বোঝা যায়নি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details