রাঁচি, 6 অক্টোবর: চলতি ক্রিকেট বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলকে নিয়ে আশায় বুক বাঁধছে ভারতীয় অনুরাগীরা ৷ অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞও ভারতের সম্ভাবনা নিয়ে নিজেদের মত প্রকাশ করেছেন ৷ তেমনি 2011 বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছোটবেলার বন্ধু সাব্বির হুসেনও এই বিশ্বকাপ নিয়ে নিজের মত প্রকাশ করলেন ৷ ইটিভি ভারতকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ভারতের বিশ্বকাপ অভিযান নিয়ে কথা বললেন তিনি ৷
হুসেন প্রথমেই ক্রিকেটের প্রতি ধোনির আবেগ নিয়ে কথা বলেন ৷ তিনি জানান, ধোনি ভারতের হয়ে খেলা প্রতিটি ম্যাচে সমান আবেগ এবং একাগ্রতা নিয়ে খেলেছেন ৷ তাঁর মতে, ‘‘মহেন্দ্র সিং ধোনির তুলনা কারও সঙ্গে করা যায় না ৷ ভারতের অনেক ক্রিকেটার রয়েছেন, যাঁরা কেরিয়ারের শুরুতে ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেননি বা দেন না ৷ কিন্তু, সেখানেই ধোনি সবার থেকে আলাদা ৷ ঘরোয়া ক্রিকেটে ধোনি সব ম্যাচ সমান গুরুত্ব দিয়ে খেলতেন ৷ এমনকী আইপিএল জেতার আগেই পায়ে চোট পেয়েছিলেন ৷ কিন্তু, খেতাব জয়ের আগে পর্যন্ত দলকে ছেড়ে আসেননি ৷ আইপিএল ট্রফি জিতে তারপরেই হাঁটুর অস্ত্রোপচার করিয়েছিলেন ৷ ক্রিকেটের প্রতি এমন আবেগ কারও মধ্যে দেখা যায় না ৷’’