পশ্চিমবঙ্গ

west bengal

ক্রীড়াসূচি বদলানোর অনুরোধ করেননি সৌরভরা, স্পষ্ট করল ইংল্যান্ড

By

Published : May 21, 2021, 1:19 PM IST

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ইসিবির মুখপাত্র বলেছে, আসন্ন সফর নিয়ে দুটো বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে ৷ এখনও পর্যন্ত টেস্ট সিরিজের সূচি বদলানোর জন্য বিসিসিআইয়ের তরফে আনুষ্ঠানিক অনুরোধ করা হয়নি ৷

ECB BCCI Update
ECB BCCI Update

মুম্বই, 21 মে : আইপিএলের জন্য নাকি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে টেস্ট সিরিজের সূচি পরিবর্তন করার অনুরোধ করেছে বিসিসিআই ৷ চিঠি পৌঁছেছে ইসিবির কাছে ৷ এই খবর প্রকাশ্যে আসতেই নানা প্রশ্ন উঠছিল ৷ কিন্তু ইসিবি বলছে, এই বিষয়ে দুই ক্রিকেট বোর্ডের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনও আলোচনা হয়নি ৷

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ইসিবির এক মুখপাত্র বলেছে, আসন্ন সফর নিয়ে দুটো বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে ৷ এখনও পর্যন্ত টেস্ট সিরিজের সূচি বদলানোর জন্য বিসিসিআইয়ের তরফে কোনও আনুষ্ঠানিক অনুরোধ করা হয়নি ৷ তবে ভারতীয় বোর্ড যে সূচি বদলানোর প্রস্তাব রাখার কথা ভাবছে তা জেনে কিছুটা অবাক হয়েছেন তিনি ৷ ইসিবির ওই কর্তা বলেছেন, "সত্যি কথা বলতে আমি কিছুটা অবাক হয়েছি ৷ কিছু কিছু ক্ষেত্রে অনুরোধ ঠিক আছে ৷ কিন্তু এর জন্য সময় প্রয়োজন ৷ আর পরিস্থিতিও তেমন নয় ৷ শেষ মুহূর্তে আপনি সূচি বদলানোর অনুরোধ পাঠাতে পারেন না ৷ এটা ঠিক যে ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ আইপিএল ৷ আশা করছি এই মরসুমের বাকি ম্যাচগুলি খেলা হবে ৷"

আরও পড়ুন : দ্বিতীয় ধাপের আইপিএল আয়োজনে কোন চ্যালেঞ্জের সম্মুখীন সৌরভরা ?

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ওই কর্তার কথা অনুযায়ী ধরে নেওয়া যায়, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী হতে চলেছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৷ ম্যাঞ্চেস্টারে শেষ ম্যাচ 10 থেকে 14 সেপ্টেম্বরের মধ্যেই খেলা হবে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details