পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Jhulan Goswami : ঝুলনের মতই ইয়র্ক দিতে চান অজি পেসার - ঝুলন গোস্বামী

ঝুলন তাঁর 15 বছরের কেরিয়ারে 11টি টেস্টে 41টি উইকেট নিয়েছেন ৷ ওয়ান ডে খেলেছেন 192টি ৷ উইকেটের সংখ্যা 240 ৷ আর দেশের হয়ে 68টি টি-20 ম্যাচে 56টি উইকেট নিয়েছেন এই বঙ্গতনয়া ৷ অজি অল-রাউন্ডার ক্যারি দেশের হয়ে এখনও কোনও টেস্ট খেলেননি ৷ তবে 20টি ওয়ান ডে এবং 18টি টি-20 খেলেছেন ৷

Jhulan Goswami
ঝুলনের মতই ইয়র্ক দিতে চান অজি পেসার

By

Published : Sep 27, 2021, 6:51 PM IST

গোল্ড কোস্ট, 27 সেপ্টেম্বর : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হারলেও শেষ ম্যাচ জিতে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে টেস্টে নামবে 'উইমেন ইন ব্লু' ৷ 30 সেপ্টেম্বর থেকে অজিদের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলতে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷ মিতালি রাজদের বিরুদ্ধে টেস্টে নামার আগে ঝুলন গোস্বামীর মতো ইয়র্ক দেওয়ার ইচ্ছেপ্রকাশ করলেন অজি অল-রাউন্ডার নিকোলা ক্যারি ৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি হবে দিন-রাতের অর্থাৎ গোলাপি বলে ৷ প্রথমবার ডে-নাইট টেস্ট খেলতে নামবে ভারতী মহিলা ক্রিকেট দল ৷ সেটাও আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ যাদের ইতিমধ্যেই বেশ কয়েকটি দিন-রাতের টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে ৷ ক্রিকেটকে বিদায় জানানোর আগে এই গোলাপি বল টেস্টের অভিজ্ঞতা অর্জন করতে চান বলে রবিবারই জানিয়েছিলেন ঝুলন ৷

সোমবার তাঁর মতো ইয়র্কার ডেলিভারি দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেন অজি পেসার ক্যারি ৷ ঝুলনের বোলিং সম্পর্কে ক্যারি বলেন, "ও সত্যিই অনুপ্রেরণাযোগ্য ৷ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে নতুন বল থেকে ডেথ ওভারে দারুণ বোলিং করেছে এবং ভারতের হয়ে মূল্যবান উইকেট তুলে নিয়েছে ৷ ডেথ ওভারে ওর ইয়র্কার বোলিং অত্যন্ত উপযোগী ৷ আমিও গোস্বামীর মতো ইয়র্কার বোলিং করতে চাই ৷"

আরও পড়ুন :অবসরের আগে গোলাপি বলে টেস্টের অভিজ্ঞতা অর্জন করতে চান ঝুলন

ঝুলন তাঁর 15 বছরের কেরিয়ারে 11টি টেস্টে 41টি উইকেট নিয়েছেন ৷ ওয়ান ডে খেলেছেন 192টি ৷ উইকেটের সংখ্যা 240 ৷ আর দেশের হয়ে 68টি টি-20 ম্যাচে 56টি উইকেট নিয়েছেন এই বঙ্গতনয়া ৷ অজি অল-রাউন্ডার ক্যারি দেশের হয়ে এখনও কোনও টেস্ট খেলেননি ৷ তবে 20টি ওয়ান ডে এবং 18টি টি-20 খেলেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details