পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

WTC Final : বিরাটদের মুখোমুখি হওয়ার আগে টেস্টে এক নম্বরে নিউজ়িল্যান্ড - ব্রিমিংহ্যামে ইংল্যান্ডকে 8 উইকেটে হারায় ব্ল্যাক ক্যাপসরা

বার্মিংহামে ইংল্যান্ডকে 8 উইকেটে হারায় ব্ল্যাক ক্যাপসরা ৷ লর্ডসের প্রথম ম্যাচ ড্র হওয়ায় সিরিজ় জেতে নিউজ়িল্যান্ড ৷ এরপরই আইসিসির প্রকাশিত নতুন ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এল কিউয়িরা ৷

ব়্যাঙ্কিংয়ে একনম্বরে কিউয়িরা
ব়্যাঙ্কিংয়ে একনম্বরে কিউয়িরা

By

Published : Jun 13, 2021, 10:36 PM IST

Updated : Jun 14, 2021, 9:46 AM IST

লন্ডন, 13 জুন : ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় জয় ৷ আইসিসি টেস্টে ব়্যাঙ্কিংয়ে ভারতকে সরিয়ে এক নম্বর স্থানে উঠে এল নিউজ়িল্যান্ড ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে যা নিসন্দেহে বাড়তি অক্সিজেন দেবে কিউয়িদের ৷

বার্মিংহামে ইংল্যান্ডকে 8 উইকেটে হারায় ব্ল্যাক ক্যাপসরা ৷ লর্ডসের প্রথম ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হওয়ায় সিরিজ় জেতে নিউজ়িল্যান্ড ৷ এরপরই আইসিসির প্রকাশিত নতুন ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এল কিউয়িরা ৷

বর্তমানে ভারতের থেকে 2 পয়েন্টে এগিয়ে নিউজ়িল্যান্ড ৷ তবে ভারতের কাছে সুযোগ থাকছে ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিউয়িদের হারাতে পারলেই ফের এক নম্বর স্থানে উঠে আসবে ভারত ৷

1999 সালের পর এবারই ইংল্যান্ডে সিরিজ় জিতল টম লাথামের নেতৃত্বাধীন ব্ল্যাক ক্যাপসরা ৷ এটি নিয়ে মোট তিন বার ইংল্যান্ডে সিরিজ় জয় নিউজ়িল্যান্ডের ৷

আরও পড়ুন : ফ্রেঞ্চ ওপেনে জোড়া মুকুট বারবোরার, জিতলেন ডবলস-ও

দ্বিতীয় টেস্টে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের চোট থাকায় দলকে নেতৃত্ব দেন টম লাথাম ৷ ম্যাচের শেষে লাথাম বলেন, ‘‘শেষ চার দিন আমরা অসাধারণ ক্রিকেট খেলেছি ৷ যাঁরাই খেলেছেন, তাঁরা তাঁদের কাজ যথাযথভাবে করেছে ৷ এটা নিউজ়িল্যান্ড ক্রিকেটের গভীরতা বোঝায় ৷ ইংল্যান্ডের দুরন্ত বোলিং লাইন আপ আছে ৷ তবে আমরা পরিকল্পনা মতো খেলেছি ৷ এবং বড় রান স্কোর করেছি ৷’’

Last Updated : Jun 14, 2021, 9:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details