হায়দরাবাদ, 9 অক্টোবর: বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ডস ৷ হায়দরাবাদে আয়োজিত এই ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিলেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ৷ আজকের ম্যাচেও প্রথম একাদশে নেই নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ টম ল্যাথাম এ দিন টস করতে আসেন ৷ আজকের ম্যাচে নিউজিল্যান্ডের পেস ব্যাটারির প্রধান হাতিয়ার লকি ফার্গুসন প্রথম একাদশে ফিরেছেন ৷ নেদারল্যান্ডস দলেও দু’টি পরিবর্তন করা হয়েছে ৷
ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রায় একতরফাভাবে ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পারফর্ম্যান্সে কোথাও লড়াইয়ের নামমাত্র ছিল না ৷ সেখানে বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিংয়ে অপ্রতিরোধ্য দেখিয়েছে কিউয়িদের ৷ তাই নিউজিল্যান্ড দলে বিশেষ কোনও বদল করা হয়নি ৷ একটি মাত্র বদল হয়েছে আজকের ম্যাচে ৷ আর তা পূর্বানুমান অনুযায়ী হয়েছে ৷ জিমি নিশামের বদলে দলে ফিরেছে লকি ফার্গুসন ৷ কিন্তু, নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসনের ফিটনেস নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷
আজকের ম্যাচে কেন মাঠে নামলেন না ৷ এ বছর আইপিএল-এর প্রথম ম্যাচেই হাঁটুতে চোট লাগে তাঁর ৷ সেই থেকে ক্রিকেট মাঠের বাইরে তিনি ৷ তবে, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছিলেন ৷ সেখানে ফিল্ডিংও করেন ৷ কিন্তু, ব্যাটিংয়ের সময় তাঁর দৌড়তে সমস্যা হচ্ছিল ৷ এর বাইরে শট খেলার সময় ফুট-ওয়ার্কে কোনও সমস্যা দেখা যায়নি ৷ এমনকি 50 বলে 54 রানের ইনিংসও খেলেন তিনি ৷ কিন্তু, তিনি যে পুরোপুরি ম্যাচ ফিট নন, তা বোঝা গিয়েছিল ৷ ফলে কবে নিউজিল্যান্ড অধিনায়ক মাঠে ফিরবেন ? সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷