পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বকাপে মুখোমুখি কিউই-ডাচরা, দ্বিতীয় জয় পেতে মরিয়া নিউজিল্যান্ড - জমে উঠেছে বিশ্বকাপ

NZ vs NED ICC WC Match Preview: নিউজিল্যান্ড প্রথম ম্যাচে সেই অর্থে চ্যালেঞ্জের সামনে পড়েনি। 9 উইকেটে ইংল্যান্ডকে হেলায় হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল তারা ৷ অন্যদিকে, ব্যাকফুটে নেদারল্য়ান্ডস ৷ পাকিস্তানের বিরুদ্ধে 81 রানে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ৷ তবে ছন্দে থাকা নিউজিল্যান্ড এখন দ্বিতীয় জয় পেতে মরিয়া ৷

সৌঃ টুইটার
ICC World Cup 2023

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 12:21 PM IST

হায়দরাবাদ, 9 অক্টোবর: জমে উঠেছে বিশ্বকাপ। চলতি বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচ আজ হবে হায়দরাবাদের রাজিব গান্ধি স্টেডিয়ামে ৷ মুখোমুখি নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস ৷ দুই দলই ইতিমধ্যে বিশ্বকাপ অভিযান শুরু করে ফেলেছে। এবারের বিশ্বকাপের উদ্বোধনী দিনে ছিল না জমকালো আয়োজন। তবে ঠিকই দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে উদ্বোধনী ম্যাচটি স্মরণীয় করে রেখেছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়ছিল নিউজিল্যান্ড।

সেই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথম ম্যাচেই হেলায় হারিয়েছে কিউইরা। বলা ভালো কিউই ঝড়ে রীতিমতো উড়ে গিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অন্যদিকে, প্রথম পরীক্ষায় পাকিস্তানের কাছে পরাস্ত হয়েছে ডাচরা। সামনে এবার আরও বড় পরীক্ষা। শেষবারের হার থেকে শিক্ষা নিয়ে জেতার জন্য মরিয়া হয়ে উঠবে স্কট এডওয়ার্ডের নেদারল্যান্ডস। অন্যদিকে, নিজেদের জয় ধরে রাখার চেষ্টা করবে কিউয়িরা। প্রথম দিনের পর, দ্বিতীয় ম্যাচে দলে নেই নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। কেন'কে ছাড়াই ডাচদের রুখতে হবে টম ল্যাথামদের। অন্যদিকে, প্রথম ম্যাচে ফিটনেসের সমস্যার কারণে দলের বাইরে থাকা লকি ফার্গুসনকে একাদশে জায়গা দেওয়ার কথা ভাবতে পারে কিউয়িরা।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ-

  • ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান/জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট

নেদারল্যান্ডসের সম্ভাব্য একাদশ-

  • বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও'ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডে, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, সাকিব জুলফিকার, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন ৷

দীর্ঘ 27 বছর পর বিশ্বকাপের মঞ্চে দেখা হচ্ছে এই দুটি দলের। 1996 সালের ওয়ানডে বিশ্বকাপে দেখা হয়েছিল তাদের। ওয়ানডে ক্রিকেটে এখনও পর্যন্ত চারবারের দেখায় নেদারল্যান্ডসের বিপক্ষে সবগুলোতেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। তাই জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিউজিল্যান্ড। অপরদিকে, হারের খরা কাটাতে মাঠে নামবে নেদারল্যান্ডস।

আরও পড়ুন:সচিনের বিশ্বরেকর্ড ভাঙলেন 'চেজ মাস্টার' বিরাট কোহলি

ABOUT THE AUTHOR

...view details