হায়দরাবাদ, 9 অক্টোবর: জমে উঠেছে বিশ্বকাপ। চলতি বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচ আজ হবে হায়দরাবাদের রাজিব গান্ধি স্টেডিয়ামে ৷ মুখোমুখি নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস ৷ দুই দলই ইতিমধ্যে বিশ্বকাপ অভিযান শুরু করে ফেলেছে। এবারের বিশ্বকাপের উদ্বোধনী দিনে ছিল না জমকালো আয়োজন। তবে ঠিকই দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে উদ্বোধনী ম্যাচটি স্মরণীয় করে রেখেছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়ছিল নিউজিল্যান্ড।
সেই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথম ম্যাচেই হেলায় হারিয়েছে কিউইরা। বলা ভালো কিউই ঝড়ে রীতিমতো উড়ে গিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অন্যদিকে, প্রথম পরীক্ষায় পাকিস্তানের কাছে পরাস্ত হয়েছে ডাচরা। সামনে এবার আরও বড় পরীক্ষা। শেষবারের হার থেকে শিক্ষা নিয়ে জেতার জন্য মরিয়া হয়ে উঠবে স্কট এডওয়ার্ডের নেদারল্যান্ডস। অন্যদিকে, নিজেদের জয় ধরে রাখার চেষ্টা করবে কিউয়িরা। প্রথম দিনের পর, দ্বিতীয় ম্যাচে দলে নেই নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। কেন'কে ছাড়াই ডাচদের রুখতে হবে টম ল্যাথামদের। অন্যদিকে, প্রথম ম্যাচে ফিটনেসের সমস্যার কারণে দলের বাইরে থাকা লকি ফার্গুসনকে একাদশে জায়গা দেওয়ার কথা ভাবতে পারে কিউয়িরা।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ-
- ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান/জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট