মাউন্ট মংগানুই, 20 নভেম্বর: ওয়েলিংটনে সিরিজের প্রথম ম্যাচে থাবা বসিয়ে ছিল বৃষ্টি ৷ তবে মাউন্ট মংগানুইতে সিরিজের দ্বিতীয় ম্যাচে সূর্যোদয় ৷ প্রকৃতির সাহচর্যে সূর্যোদয় হল ভারতীয় ব্যাটারের ব্যাটে ৷ সেঞ্চুরি এল সূর্যকুমার যাদবের ব্যাটে (Surya Kumar Yadav Scores Century) ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে (New Zealand vs India 2nd T-20I) 49 বলে সেঞ্চুরি করলেন স্কাই ৷ 51 বলে 111 রানে অপরাজিত থাকেন তিনি ৷ আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে এটি দ্বিতীয় সেঞ্চুরি সূর্যকুমারের ৷ এদিন তাঁর ব্যাটে ভর করেই 6 উইকেট হারিয়ে 191 রান তুলেছে ভারত ৷ অন্যদিকে, শেষ ওভারে হ্যাটট্রিক করেন কিউয়ি মিডিয়াম পেসার টিম সাউদি (Tim Southee) ৷
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ ব্যাট হাতে স্বপ্নের ফর্ম জারি সূর্যকুমার যাদবের ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-20 কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করলেন তিনি ৷ তাঁর 111 রানের অপরাজিত ইনিংসে 11টি বাউন্ডারি ও 7টি ওভার বাউন্ডারি ছিল ৷ অন্যদিকে, ওপেন করতে নেমে 31 বলে 36 রানের ইনিংস খেলেন ঈশান কিষান ৷ তবে, বিশ্বকাপের পর দ্বিপাক্ষিক সিরিজেও ব্যর্থ হলেন ঋষভ পন্থ ৷ এদিন ঋষভকে ওপেন করতে পাঠায় টিম ম্যানেজমেন্ট ৷ কিন্তু, পাওয়ার প্লে-তে 13 বল খেলে মাত্র 6 রান করেন উইকেট-কিপার ব্যাটার ৷