চেন্নাই, 18 অক্টোবর: ইংল্যান্ড ম্যাচের পূনরাবৃত্তি হল না ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় রান তাড়া করতে নেমে অল্পতেই গুটিয়ে গেল আফগানিস্তান ৷ চিপকে 289 রান তাড়া করতে নেমে 139 রানে অল-আউট কাবুলিরা ৷ কিউয়িদের সামনে আফগানদের কোনও ব্যাটারই দাঁড়াতে পারেননি ৷ 3টি করে উইকেট নিয়ে রশিদদের কোমর ভেঙে দেন মিচেল স্যান্টনার ও লকি ফার্গুসন ৷ 149 রানের বিরাট ব্যবধানে জিতে ভারতকে টপকে লিগ টেবলের শীর্ষে পৌঁছে গেল নিউজিল্যান্ড ৷ বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে স্থানচ্যূত রোহিতরা ৷
এদিন শুরুটা করেছিলেন উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র জুটি ৷ শেষটা করলেন টম ল্যাথাম ও গ্লেন ফিলিপ্স ৷ চার ব্যাটারের দৌলতে আফগানিস্তানের বিরুদ্ধে স্কোরবোর্ডে বড় রান তুলল নিউজিল্যান্ড ৷ চিপকের বাইশ গজ বরাবরই স্পিনারদের সুবিধা দিয়েছে ৷ সেই পিচেই রশিদ খান, মহম্মদ নবিদের সামলে 288 রান খাড়া করল ‘ব্ল্যাক ক্যাপস’ ৷
এদিন শুরুতেই মুজিব উর রহমানের বলে ফিরেছিলেন ডেভন কনওয়ে ৷ কিউয়ি ওপেনারের এদিনের সংগ্রহ 20 রান ৷ সেখান থেকে খেলাটা ধরেন রাচিন রবীন্দ্র ও উইল ইয়ং জুটি ৷ দ্বিতীয় উইকেটে 79 রানের পার্টনারশিপ গড়ে ফেরত যান রাচিন ৷ ভারতীয় বংশোদ্ভূত ব্যাটারের এদিনের অবদান 32 রান ৷ একই ওভারে উইল ইয়ংকে ডাগ-আউটের পথ দেখান আজমাতুল্লাহ ওমারজাই ৷ 54 রান করে ক্রিজ ছাড়েন ইয়ং ৷ পরের ওভারেই ব্যক্তিগত 1 রানে ডারেল মিচেলকে তুলে নেন রশিদ খান ৷
সেট ব্যাটাররা ফেরার পর চাপে পড়ে গিয়েছিল কালো জার্সিধারীরা ৷ সেই চাপটা কেটে যায় টম ল্যাথাম ও গ্লেন ফিলিপ্সের জুটিতে ৷ পঞ্চম উইকেটে 144 রানের পার্টনারশিপ গড়েন দুই ব্যাটার ৷ তাঁদের দৌলতেই বড় রানে পৌঁছে যায় ‘ব্ল্যাক ক্যাপস’-এর ইনিংস ৷ টম ল্যাথাম ফেরেন 14 বলে 68 রান করে ৷ গ্লেন ফিলিপ্স করেন 80 বলে 71 ৷ শেষে নেমে 12 বলে 25 রানের ঝোড়ো ইনিংসে দলকে তিনশোর প্রায় কাছাকাছি পৌঁছে দেন মার্ক চাপম্যান ৷
আরও পড়ুন: বিশ্বকাপে দুরন্ত ব্যাটিংয়ের পুরস্কার, ব়্যাংকিংয়ে 6 নম্বরে উঠে এলেন 'হিটম্যান'