জয়পুর, 17 নভেম্বর : তিন ম্য়াচের টি-20 সিরিজের প্রথম ম্য়াচে ভারতকে চ্য়ালেঞ্জিং টার্গেট দিল উইলিয়ামসনহীন নিউজিল্য়ান্ড ৷ ওপেনার মার্টিন গাপটিল এবং আন্তর্জাতিক কেরিয়ারে ষষ্ঠ টি-20 খেলতে নামা মার্ক চ্য়াপম্য়ানের ব্য়াটে রোহিতের দলকে 165 রানের লক্ষ্য়মাত্রা দিল সদ্য়সমাপ্ত বিশ্বকাপের রানার্সরা ৷ অর্থাৎ, হেডস্য়ার রাহুল দ্রাবিড়কে সিনিয়র দলের কোচ হিসেবে প্রথম ম্য়াচে জয় এনে দিতে ভারতীয় ব্য়াটারদের করতে হবে 165 রান ৷
মরুশহরে বিশ্বকাপ বিপর্যয়ের পর গোলাপি শহরে এদিনের ম্য়াচ ভারতের কাছে নানা কারণে উল্লেখযোগ্য় ৷ একটানা জৈব-বলয়ের ক্লান্তি কাটাতে বিশ্রামে কোহলি-সহ একাধিক সিনিয়র ৷ সংক্ষিপ্ততম ফর্ম্য়াটে শুরু হল রোহিত জমানা ৷ আর শাস্ত্রী পরবর্তী ভারতীয় ক্রিকেটে এদিন দ্রাবিড় যুগের সূচনা হল জয়পুরে ৷ পূ্র্ণসময়ের অধিনায়ক হিসেবে প্রথম ম্য়াচে টস জিতে কিউয়িদের ব্যাট করতে পাঠান রোহিত ৷ নাইট অল-রাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের অভিষেক হল এই ম্য়াচে ৷