পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs NZ: জলে গেল সূর্য-সুন্দরের লড়াই, টপ অর্ডারের ব্যর্থতাতেই ডুবল টিম ইন্ডিয়া - ভারত বনাম নিউজিল্যান্ড

প্রথম টি-20 ম্যাচে বড় ইনিংস গড়েছিল কিউয়িরা । নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 176 রান তুলেছিল মিচেল স্যান্টনারের দল (New Zealand beat India in 1st T20I) । তাড়া করতে নেমে 155 রানেই থেমে গেল ভারত ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 27, 2023, 8:52 PM IST

Updated : Jan 27, 2023, 11:08 PM IST

রাঁচি, 27 জানুয়ারি:ডেভন কনওয়ের অর্ধ-শতরান । শেষবেলায় ঝড় তুলেছিলেন ডারেল মিচেল (Daryl Mitchel)। 30 বলে অপরাজিত 59 রানের ঝকঝকে ইনিংস এল তাঁর ব্যাট থেকে। দুই ব্যাটারের কাঁধে চেপে সিরিজের প্রথম টি-20 ম্যাচে ভারতের সামনে বড় রানের টার্গেট রেখেছিল কিউয়িরা। নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 176 রান তুলল মিচেল স্যান্টনারের দল (New Zealand beat India in 1st T20I) ।

রান তাড়া করতে নেমে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত । ব্যর্থ ঈষাণ কিশান-শুভমন গিল । খাতাই খুলতে পারেননি রাহুল ত্রিপাঠি । যদিও সূর্যকুমার যাদব (34 বলে 47), হার্দিক পান্ডিয়া (20 বলে 21) জুটির দাপটে একসময় জয়ের স্বপ্ন দেখছিল সমর্থকরা । দুই ব্যাটার ফিরতেই সেই আশা কার্যত শেষ হয়ে গিয়েছিল । শেষ পর্যন্ত ওয়াশিংটন সুন্দর বিস্ফোরক ইনিংস (28 বলে 50) খেললেও তা কাজে আসেনি । 155 রানে থেমে যায় ভারত । বল হাতে সবচেয়ে সফল অধিনায়ক মিচেল স্যান্টনার । 4 ওভার হাত ঘুরিয়ে মাত্র 11 রান দিয়ে 2 উইকেট তুলে নেন তিনি । 2টি করে উইকেট পেয়েছেন ব্রেসওয়েল, ফার্গুসনও ।

মহেন্দ্র সিং ধোনির ঘরের মাঠে এদিন টসে জিতে বোলিং নেন তাঁর উত্তরসূরি । যদিও শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন দুই ওপেনার । চার ওভারেই 40 রান তুলে ফেলে গ্যারি স্টেডের ছেলেরা । 23 বলে 35 রান করে ডাগ-আউটে ফেরেন ফিন অ্যালেন । ডেভন কনওয়ে ফেরেন 35 বলে 52 রানের ইনিংস খেলে ।

মাঝে খাতাই খুলতে পারেননি মার্ক চ্যাপম্যান । বড় ইনিংস গড়তে ব্যর্থ হন গ্লেন ফিলিপসও (22 বলে 17) । শেষ পর্যন্ত ম্যাচের হাল ধরেন ডারেল মিচেল । তাঁর মারকাটারি ইনিংসের সুবাদেই বড় রানে পৌঁছয় কিউয়িদের ইনিংস । 2টি উইকেট পেয়েছেন সুন্দর । উইকেট শিকারীদের তালিকায় নাম তুলেছেন অর্শদ্বীপ, শিবম, কুলদীপও ।

আরও পড়ুন: ড্রেসিংরুমে মাহি ! প্রাক্তন নেতাকে পেয়ে উচ্ছ্বসিত হার্দিকরা

Last Updated : Jan 27, 2023, 11:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details