ক্রাইস্টচার্চ, 12 মার্চ: চতুর্থদিন তৃতীয় সেশনে গড়িয়েছে ম্যাচ ৷ কিন্তু যা পরিস্থিতি, তাতে বড়সড় কোনও অঘটন না-হলে ড্র হচ্ছে মোতেরা টেস্ট ৷ অর্থাৎ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে হলে অন্যের হার-জিতের মুখাপেক্ষী হওয়া ছাড়া উপায় নেই ভারতীয় দলের ৷ সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের নজর রয়েছে ক্রাইস্টচার্চের হেগলে ওভালে ৷ সেখানে আগামিকাল অর্থাৎ, সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের শেষদিন জয়ের জন্য 257 রান চাই কিউয়িদের (New Zealand need 257 runs to win Christchurch test on day five) ৷ টিম সাউদি অ্যান্ড কোম্পানি কার্যসিদ্ধি করতে পারলে 7 জুন থেকে ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার শিকে ছিঁড়বে রোহিতদের ৷
285 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে চতুর্থদিনের শেষে নিউজিল্যান্ডের রান এক উইকেটে 28 ৷ মাত্র পাঁচ রানে ফিরে গিয়েছেন ডেভন কনওয়ে ৷ ক্রিজে রয়েছেন ওপেনার টম ল্যাথাম এবং কেন উইলিয়ামস ৷ নির্বিষ ড্র'য়ের দিকে এগোনো আমেদাবাদ টেস্ট থেকে দৃষ্টি সরিয়ে তাই ভারতের ক্রিকেটপ্রেমীদের সোমবার চোখ থাকবে ক্রাইস্টচার্চে ৷
ইন্দোর টেস্টে হারের পর টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর জন্য ভারতের কাছে সমীকরণটা ভীষণই স্পষ্ট ছিল ৷ ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে যাওয়া অস্ট্রেলিয়াকে শেষ টেস্টে হারিয়ে জয়ের সরণিতে ফিরলেই ফাইনালের টিকিট কেটে ফেলতে পারতেন রোহিতরা ৷ কিন্তু সে গুড়ে আপাতত বালি ৷ কারণ, মোতেরা টেস্টে ফলাফলের প্রত্যাশা করা খুব একটা উচিৎ হবে না ৷