সাউদাম্পটন, 23 জুন : না, বিরাট কোহলির মহেন্দ্র সিং ধোনি বা কপিল দেব হয়ে ওঠা হল না ৷ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে প্রথমবার উঠেই বাজিমাত করে কপিল দেবের ভারত ৷ প্রথম টি-20 বিশ্বকাপের ফাইনালেও ছোটে মহেন্দ্র সিং ধোনির অশ্বমেধের ঘোড়া ৷ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ধোনির নেতৃত্বাধীন ভারত ৷ তবে বিরাট কোহলির কপালে সেই জয়ী তকমা জুটল না ৷ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমবার উঠেও হারতে হল বিরাটের ভারতকে ৷ বসতে হল ইংল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে একাসনে ৷ বিরাটের কেরিয়ারে এই কালো দাগটা রয়েই গেল ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে 8 উইকেটে হারল ভারত ৷
কোহলিদের এই পরাজয় আরও একবার মনে করাল 99-এর ওয়ানডে বিশ্বকাপের কথা ৷ যেখানে সুপার সিক্সের ম্যাচে এক হার্শেল গিবস ফেলেছিলেন তৎকালীন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়ার ক্যাচ ৷ তখন স্টিভ গিবসকে বলেছিলেন, তুমি আমার ক্যাচ নয় বিশ্বকাপটা ফেলে দিলে ৷ আদতে হয়েওছিল তাই ৷ সেই ম্যাচে হারের পর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ম্যাচ টাই হয় ৷ সুপার সিক্সে জিতে থাকার সৌজন্যে সেমিফাইনালে যায় অস্ট্রেলিয়া ৷ তবে সেই ম্যাচের সঙ্গে এই ম্যাচের তুলনা চলে মাত্র একটি জায়গায় ৷ যেখানে হার্শেল গিবস মতোই চেতেশ্বর পূজারা ফেললেন রস টেলরের ক্যাচ ৷ এই ম্যাচে টেলর মুখে কিছু না বললেও, মনে মনে বোধহয় পূজারাকে নিয়ে মস্করা ঠিকই করেছেন ৷
ইংল্যান্ডে খেলা, তাই বিশেষজ্ঞদের ভবিষ্যৎবাণী ছিল, সাউদাম্পটনের আবহওয়ায় নিউজ়িল্যান্ডের মানিয়ে নিতে সুবিধা হবে ৷ কারণ ইংল্যান্ডের আবহাওয়া ও নিউজ়িল্যান্ডের আবহাওয়া প্রায় একই রকম ৷ তাছাড়া ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ডে সাধারণত সুবিধা পায় সিম বোলাররা ৷ কিন্তু ভারতীয়দের হাতে শুধুই সুইং বোলার ৷ তবে ভারতীয়দের লড়াইটা অনেকদিন ধরে মনে থাকবে ক্রিকেট ভক্তদের ৷ প্রথম ইনিংসে মাত্র 217 রানের পুঁজি নিয়ে বোলারদের লড়াই ভারতকে ম্যাচে রাখে ৷ তবে দ্বিতীয় ইনিংসে সেই ব্যাটিং ব্যর্থতাই ভোগালো ভারতকে ৷